সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: ৬ বছরের শিশুর বিস্ময়কর সার্ফিং

৬ বছরের শিশুর বিস্ময়কর সার্ফিং


কোয়ান্সি সাইমন্ডস নামের ছয় বয়সী শিশুটি থাকে অস্ট্রেলিয়ায়। শরীরে জটিল এড্রিনাল সমস্যা নিয়েও দক্ষদের মতো সার্ফিং করতে পারে সে। দেড় বছর আগে থেকে এ খেলা শুরু করেছিলো কোয়ান্সি। কিন্তু ইতোমধ্যে সে বিশ্ব চ্যাম্পিয়নের মতো সার্ফিং করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। জন্মের পর থেকেই কোয়ান্সি এড্রিনাল সমস্যায় ভুগছে। এড্রিনাল হলো মানবদেহের কিডনির উপরে অবস্থিত একটি গ্রন্থি যা থেকে কর্টিসল নামক হরমোন বের হয়। কর্টিসল হরমোনের অভাবে লো ব্লাড প্রেসার, কোমরের নিচের অংশে প্রচণ্ড ব্যাথা, জ্বর, খিঁচুনি হয়। এসব রোগীদের মানসিক প্রেসার থেকে সবসময় দূরে রাখতে হয়।

কোয়ান্সি দিনে তিনবার মেডিটেশনের করে। শরীর অতিরিক্ত দুর্বল হয়ে পড়লে চিকিৎসকের নিবিঢ় পর্যবেক্ষণে রাখা হয় তাকে। এতো প্রতিকূলতার পরও সে তার সার্ফিং বন্ধ করেনি। সুযোগ পেলেই বাবার সঙ্গে সাগরে নেমে পড়ে সে।বিস্ময়কর এ শিশুটির বাবা জানায়, আমরা সবসময় কোয়ান্সির অবস্থার মূল্যায়ন করেছি। অন্য সার্ফারদের মতো তাকে দক্ষ করে তুলেছি আমরা। কোয়ান্সি শুধু সার্ফিংয়ে নয়, ভারসাম্য বজায় রাখতেও দক্ষ। খেলাধুলা প্রিয় এ শিশুটি দক্ষ হাতে স্কেটবোর্ডও সামলাতে পারে।


সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন, ২৭ আগস্ট ২০১৪

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।