সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: বাচ্চা হওয়ার 'মাশুল' ৮ কোটি টাকা!

বাচ্চা হওয়ার 'মাশুল' ৮ কোটি টাকা!


সন্তান জন্মালে প্রত্যেক বাবা-মা কত খুশি হনকিন্তু কখনো কি শুনেছেন সন্তান জন্মদানের পিতা-মাতাকে অখুশি হতেহ্যাঁ এমন একটি ঘটনা ঘটেছেএ ঘটনায় পিতা-মাতা অখুশি না হলেও চরম বিভ্রান্তি আর হতশায় জীবনযাপন করছেন তারা

গত বছর অক্টোবরে এক কানাডিয়ান দম্পতি হাওয়াইয়ে ছুটি কাটাতে এসেছিলেনসেখানে জেনিফার হুকুল্যাক হঠাৎ অসুস্থ হয়ে পড়েনগর্ভবতী ছিলেন জেনিফারছয় সপ্তাহ হাসপাতলে ভর্তি থাকার পর প্রিম্যাচিয়োর সন্তানের জন্ম দেন তিনিতাদের সন্তান রিককে আরও দুমাস ইনটেনসিভ কেয়ারে রাখা হয়অনুমান করুন এরপর কত বিল করতে পারে হাসপাতাল? না, পরিমাণটা ভুল বললেনবিল হয়েছিল ৯৫০,০০০ মার্কিন ডলারঅর্থাৎ বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৭ কোটি ৬০ লাখ টাকাএবার ভাবুন বিদেশে এসে এত টাকা জোগাড় করবেন কী করে এই দম্পতি

ট্যুরে আসার আগে ব্লু ক্রস বীমা কোম্পানীর কাছে ট্রাভেল বীমা করিয়েছিল তারাজেনিফারে শরীর অসুস্থতা থাকার সত্ত্বেও বীমা কোম্পানি আশ্বস্ত করেছিল ট্রাভলের সময় যেকোনও শরীর খারাপে চিকিৎসার খরচ পাবেনড্যারেন যোগাযোগ করেন বীমা কোম্পানীর সঙ্গেকিন্তু তারা অস্বীকার করেন এত টাকা দেবারবীমা কোম্পানী জানায়, জেনিফারের সন্তানের জন্য কোনও চিকিৎসার খরচ দেবে নাএছাড়াও তাদের বীমার মেয়াদ শেষ হয়ে যায় ৯ নভেম্বর ২০১৩তাদের সন্তানের জন্ম হয় ১০ ডিসেম্বর ২০১৩

তাহলে উপায়! এই খবর সংবাদমাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্লু ক্রস বীমা কোম্পানী নড়চড়ে বসেকোম্পানী সংবাদমাধ্যমকে জানান, "আমরা পুর্ণবিবেচনা করে দেখছি তাঁদেরকে কীভাবে সাহায্য করা যায়কারণ আমাদের টার্ম এ্যান্ড কন্ডিশনে শিশুর চিকিৎসার খরচ দেওয়া আমাদের সম্ভব নয়"

তাদের করুণ অবস্থা দেখে হাসপাতাল কতৃপক্ষ বিল থেকে ২৪ লক্ষ টাকা ছাড় দেয়কিন্তু এতে যে তাদের সমস্যা মিটবে না দম্পতি ভালভাবেই জানেনসস্কাচিয়ান সরকারের কাছে সাহায্যের অনুরোধ করলে সরকারের তরফ থেকে সাড়ে ১২ লক্ষ টাকা দেওয়া হয়এরপর হাত পাততে হয় জনসাধারণের কাছেকিন্তু ধার এখনও মেটেনিতাদের সন্তান রিকের বয়স এখন প্রায় এক বছরআর মাথায় ঋণের বোঝা কোটি টাকারহাসপাতাল কতৃপক্ষের কাছে আত্মসমর্পণ করা ছাড়া হয়ত কোনও উপায় নেই এই দম্পতির। 


সূত্রঃ বিডি-প্রতিদিন/২১ নভেম্বর, ২০১৪/মাহবুব 

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।