সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: দুধে যখন অসহনীয়তা

দুধে যখন অসহনীয়তা




দুধ খেলে গ্যাস্ট্রিক বাড়েদুধে বদহজম হয়উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের রোগীদের দুধ খাওয়া নিষেধএ রকম নানা কারণে আমরা দুধকে দায়ী করিআসলে দুধ আমিষ ও ক্যালসিয়ামের চমকার উআর দুধ খেলে রক্তচাপ বা রক্তে শর্করা বাড়েএটা মোটেও ঠিক নয়কিন্তু বদহজম? হ্যাঁ, বদহজমের ভয়ে অনেক চিকিসকও অনেক সময় রোগীকে দুধ খেতে নিরুসাহিত করেনআসলেই কি দুধ হজমে সমস্যা করে?
সমস্যার নাম ল্যাকটোজ ইনটলারেন্স আমাদের ক্ষুদ্রান্ত্র থেকে নিঃসৃত হয় ল্যাকটেজ নামের এনজাইম বা উসেচক, যা দুধ বা দুগ্ধজাত খাবার বিপাকে সাহায্য করেকোনো কোনো রোগ যেমন ইনফ্লামেটেরি বাউয়েল ডিজিজ, সিলিয়াক ডিজিজ ইত্যাদিতে ল্যাকটেজ এনজাইমের ঘাটতি বা অকার্যকারিতা হতে পারেফলে এসব রোগীর দুধ বা দুগ্ধজাত খাবার সহজে হজম হয় নাদুধে আছে ল্যাকটোজ, আর তা হজমে সমস্যা হলে তাকে বলা হয় ল্যাকটোজ ইনটলারেন্সকারও কারও বংশগতভাবে এ সমস্যা থাকতে পারে

কীভাবে বুঝবেন, দুধ-অসহনীয়তা?
ল্যাকটোজসমৃদ্ধ খাবার মানে দুধ বা দুগ্ধজাত খাবার গ্রহণের ৩০ মিনিট থেকে দুই ঘণ্টার মধ্যে লক্ষণগুলো প্রকাশ পেতে থাকেযেমন বমি ভাব, পেটের ভেতর অস্বস্তি, কামড়ানো, পেট ফাঁপা বা গ্যাস, ডায়রিয়া ইত্যাদিএই লক্ষণগুলো ভিন্ন ভিন্ন মাত্রায় প্রকাশ পেতে পারেজেনে রাখুন, ল্যাকটোজসমৃদ্ধ খাবার হচ্ছে দুধ বা আইসক্রিম, মাখন, পনির, পুডিং, কাস্টার্ড, দই, ফিরনি-পায়েস ইত্যাদি যদি থাকে দুধ-অসহনীয়তা রোগের ইতিহাস বা উপসর্গ বিচারে চিকিসক যদি ভাবেন যে রোগীর ল্যাকটোজ অসহনীয়তা আছে, তবে নির্দিষ্ট সময়ের জন্য দুধ বা দুগ্ধজাত খাবার গ্রহণে বিরতি নিতে বলতে পারেনল্যাকটোজ পরিহারই এর মূল চিকিসারোগীকে জানতে হবে, কোন কোন খাবারে কী মাত্রায় ল্যাকটোজ রয়েছে এবং তা এড়িয়ে চলা শিখতে হবেকম মাত্রার ল্যাকটোজসমৃদ্ধ খাবার যেমন কুকিজ, বিস্কুট, পাউরুটি, প্যানকেক, মার্জারিন ইত্যাদি অল্প অল্প করে চেষ্টা করতে পারেন খাদ্যতালিকা থেকে দুধ একেবারে বাদ দেওয়ার আগে অবশ্যই নিশ্চিত হয়ে নিন, আসলেই আপনার ল্যাকটোজ অসহনীয়তা আছে কি নাহয়তো এ মুহূর্তে যা হচ্ছে তা নিতান্তই সাময়িক




ডা. নাজমুল কবীর কোরেশী
মেডিসিন বিভাগ, ইউনাইটেড হাসপাতাল

সূত্রঃ প্রথম আলো, ০০:০৩, ডিসেম্বর ১৮, ২০১৪

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।