সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: পাঠক টানায় গুগলের চেয়ে ফেসবুক অনেক এগিয়ে!

পাঠক টানায় গুগলের চেয়ে ফেসবুক অনেক এগিয়ে!



খবরের ওয়েবসাইটে পাঠক টানতে এখন গুগলের চেয়ে ফেসবুক বেশি এগিয়ে আছে। শুধু খবরের উৎ বা খবর পাওয়ার ক্ষেত্রেই নয়, লিংক শেয়ার করে ওয়েবসাইটে ট্রাফিক বাড়ানোরও গুরুত্বপূর্ণ উৎস এখন ফেসবুক। ওয়েব বিশ্লেষক প্রতিষ্ঠান পার্সে ডটলির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পার্সে ডটলির গবেষকেরা বলেন, ওয়েবসাইটে নতুন পাঠক আনার ক্ষেত্রে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে লিংক শেয়ার করা এখন গুরুত্বপূর্ণ বিষয়
হয়ে দাঁড়িয়েছে। পার্সে ডটলির প্রধান কারিগরি কর্মকর্তা অ্যান্ড্রু মন্টালেন্টি ফরচুন ম্যাগাজিনকে জানিয়েছেন, তাদের সর্বশেষ মিডিয়া সাইটের নেটওয়ার্কে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট থেকে আসে ৪৩ শতাংশ পাঠক। সেখানে গুগল থেকে আসছে মাত্র ৩৮ শতাংশ পাঠক। ওয়েবসাইটে পাঠক আনার ক্ষেত্রে গুগলকে ছাপিয়ে যাওয়ার ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। গত বছরের অক্টোবর মাসেও গুগলকে ছাড়িয়ে গিয়েছিল ফেসবুক। তবে এবারে গুগলের সঙ্গে ফেসবুকের ব্যবধান আরও অনেক বেড়েছে। এদিকে, ফেসবুকের চেয়ে অনেক পিছিয়ে আছে টুইটার।

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।