সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: তিমির বমি ৮ লক্ষ টাকা!

তিমির বমি ৮ লক্ষ টাকা!




বেরিয়েছিলেন ঘুরতে। এরপর সৈকতে দেখতে পেলেন তিমির বমি। অন্যকে আড়াল করতে অনেকটা বমি তিনি দ্রুত সংগ্রহ করেন। বুঝে গিয়েছিলেন, এই বমিই তাকে ধনী করে দেবে মুহূর্তে। তাই হয়েছে। বমির দাম উঠছে ৭ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৮ লক্ষ ৩৩ হাজার টাকা)! তাও প্রথম নিলামে। টাকার অঙ্কটা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। ঘুরতে বেরিয়ে যে এহেন 'মহামূল্য' বমি তার ভাগ্য খুলে দেবে, চরম সুখের স্বপ্নেও বোধ হয় ভাবেননি ওই ব্যক্তি।

লন্ডনের কাছে একটি শহরে সকালে কুকুরকে নিয়ে সমুদ্র সৈকতে ঘুরতে বেরিয়েছিলেন। হঠাত্‍‌ তার চোখে পড়ে সমুদ্রপাড়ে পড়ে রয়েছে অনেকটা অ্যাম্বারগ্রিজ়। সোজা কথায়, তিমির বমি। অনেকটা মোমের মতো পদার্থ। সুন্দর গন্ধে ভরে আছে চারদিক। মন মাতানো সেই গন্ধ। সব মিলিয়ে এক কেজি বমি। শুকিয়ে যাওয়ার পর তা আকার নিয়েছে মোমের মতো। এই বমিতেই থাকে অ্যাম্বারগ্রিজ় নামে একটি পদার্থ, যা সুগন্ধী হিসেবে বিখ্যাত। পরীক্ষা করে দেখা গিয়েছে, ওই অ্যাম্বারগ্রিজ় কয়েক দশকের পুরনো। ভাসতে ভাসতে সমুদ্রসৈকতে এসে ঠেকেছে। দামী পারফিউম তৈরির জন্য অ্যাম্বারগ্রিজ়-এর চাহিদা বরাবরই। ওই পদার্থের গন্ধ নাকি এতটাই মোহময় যে, অ্যাম্বারগ্রিজ় পারফিউম কেউ ব্যবহার করলে দূর থেকেই গন্ধ পাওয়া যায়। এক কেজির ওই অ্যাম্বারগ্রিজ় আপাতত নিলামে। প্রথম নিলামেই দাম উঠেছে ৭ হাজার পাউন্ড। নিলাম সংস্থা জানিয়েছে, 'অ্যাম্বারগ্রিজ় পাওয়া আর সোনা খুঁজে পাওয়া একই ব্যাপার।'
সূত্রঃ বিডি-প্রতিদিন/০৮ সেপ্টেম্বর, ২০১৫/মাহবুব 

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।