কড়া নিরাপত্তায় সম্পন্ন হলো ক্রিকেটার অলরাউন্ডার সাকিবের বিয়ে



কড়া নিরাপত্তায় বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের বিয়ে সম্পন্ন হয়েছে। ১২-১২-১২ বিরল এই তারিখে রাজধানীর রূপসী বাংলা হোটেলে বুধবার রাতে আক্‌দ হয় সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশিরের।

সাকিবের বিয়ে নিয়ে লুকোচুরিও হয়েছে বেশ। প্রথমে জানা গিয়েছিল বিয়ে হচ্ছে সোনারগাঁও হোটেলে বুধবার সন্ধা ৭টায়। পরে দেখা যায় আসলে রূপসী বাংলা হোটেলই ছিল সাকিবের বিয়ের অনুষ্ঠানস্থল। খুব ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় ছাড়া আর কেউই সাকিবের বিয়েতে আমন্ত্রণ পান নি। এমনকি সাকিবের বিয়েতে সাংবাদিকদের জন্যও প্রবেশাধিকার ছিল না। জানা গেছে বুধবার শুধু সাকিব-শিশিরের আক্‌দ সম্পন্ন হয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা হবে আগামি মার্চে। ২০ লাখ টাকা দেনমোহরের নগদ ১৯ লাখ টাকায় বিয়ে সেরেছেন সাকিব।

নববধু শিশিরের বাড়ি নারায়ণগঞ্জ হলেও ১০ বছর বয়সে বাবা-মার সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানেই পরিবারের সঙ্গে থাকতেন শিশির। শিশির যুক্তরাষ্ট্রের মিনোসোটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন সফটওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে। ২০১০ সালে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে শিশিরের সঙ্গে পরিচয় হয় সাকিবের। এরপর যোগাযোগের সূত্র ধরে ঘনিষ্ঠ হয়ে ওঠেন দুজন। প্রণয়ের শুভ পরিণতি দিতেই এই আমেরিকানার গলায় মালা পড়ান বাংলাদেশের সেরা ক্রিকেটার।


সূত্রঃ বিডি নিউজ, ১২ ডিসেম্বর ২০১২ ইং

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।