যুক্তরাজ্যে ব্ল্যাকবেরি বিস্ফোরণে এক শিশু আহত!



যুক্তরাজ্যের কিয়ান ম্যাকরিথ নামের ১১ বছরের একটি শিশু সম্প্রতি ব্ল্যাকবেরি স্মার্টফোন বিস্ফোরণে আহত হয়েছে। কিয়ানের মা দাবি করেছেন, কিয়ান যখন রাতে ঘুমিয়ে ছিল তখন মুঠোফোন বিস্ফোরণে তার বিছানায় আগুন লাগে এবং এতে কিয়ান আহত হয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে টেলিগ্রাফ অনলাইন। যুক্তরাজ্যের কভেন্ট্রির বাসিন্দা ম্যাকরিথের বিছানার পাশে ব্ল্যাকবেরি কার্ভ ৯৩২০ স্মার্টফোনটি রাখা ছিল। রাতে হঠাত্ সেটি বিস্ফোরিত হয় এবং বিছানায় আগুন লেগে পুরো ঘর ধোঁয়ায় ভরে যায়। তবে স্মার্টফোনটি চার্জে দেওয়া ছিল কিনা সে প্রসঙ্গে কোনো তথ্য জানানো হয়নি।


কিয়ানের পরিবারের দাবি, উপহার হিসেবে ব্ল্যাকবেরি স্মার্টফোনটি কিয়ানের ভাইয়ের জন্য নতুন কেনা হয়েছিল। ব্ল্যাকবেরির স্মার্টফোনটি পরীক্ষার দাবি করেছে কভেন্ট্রির এ পরিবার। এদিকে, ব্ল্যাকবেরি বিস্ফোরণের ঘটনাটি নজরে এসেছে ব্ল্যাকবেরি নির্মাতা প্রতিষ্ঠান রিসার্চ ইন মোশন বা রিমের। রিম কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে বলেই জানা গেছে।

সূত্রঃ প্রথম আলো, ০৬ ডিসেম্বর ২০১২ ইং

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।