উইন সেভেনে Thumbnail সাইজ বাড়িয়ে/কমিয়ে নেয়া যায় ইচ্ছেমত। এতে যেকোন আইকনের পরিবর্তে এটি দেখতে খুবই সুন্দর লাগে। এক্সপিতে Thumbnail সাইজটা ফিক্সড করাই থাকে। তাই আমরা ঐ নির্দিষ্ট সাইজটা দেখেই অভ্যস্ত। তবে রেজিস্ট্রি হ্যাকিং এর মাধ্যমে সেভেনের মত ঐ সাইজকে বাড়িয়ে/কমিয়ে নেয়া যায় ইচ্ছেমত। পার্থক্য হল-সেভেনে একেক প্রত্যেকটি ফোল্ডার উইন্ডোতে আলাদা আলাদা সাইজ দেয়া যায়, কিন্তু এক্সপিতে তা পারা যায় না। বরং যে সাইজটা দেবেন তা সব উইন্ডোতেই হবে। তবে ভিন্ন ভিন্ন ইউজার তাদের ইচ্ছেমত সাইজ এপ্লাই করতে পারেন। আসুন দেখি কিভাবে কাজটি করা যায়।
কিভাবে করবেনঃ
প্রথমে HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Explorer যান।
ডানপাশে দেখুন ThumbnailSize নামে একটি ভ্যালু আছে। ওটাতে ডাবল ক্লিক করুন। আপনি ThumbnailSize কত চান তা এখানে বসান। 32 থেকে 256 এর মধ্যে যেকোন সাইজ দিতে পারেন আপনার চাহিদা অনুযায়ী। রেজিস্ট্রি ক্লোজ করে কয়েকবার রিফ্রেশ করুন। প্রয়োজনে লগঅফ/রিস্টার্ট দিন। তারপর আপনার ছবি/ভিডিও ফাইলগুলোর Thumbnail সাইজ দেখুন। এভাবে পছন্দ মত সাইজ দিতে পারেন।
এছাড়া ওখানে ThumbnailQuality নামে আরেকটি ভেল্যু আছে। এর মাধ্যমে Thumbnail কে আরো পরিষ্কারভাবে উপস্থাপন করা যায়। এর পরিমাণ 50 থেকে 100 এর মধ্যে রাখতে পারেন। ডিফল্ট মানটাও রেখে দিতে পারেন। ডিফল্ট হিসেবে সাধারণ 90 থাকে। তবে আমাদের প্রথম চাহিদা ThumbnailSize।
আর রেজিস্ট্রি এডিট করতে মন না চায়লে নিচের স্ক্রিপ্টটি কপি করে Notepad এ পেষ্ট করুন। তারপর Thumbnail Size.reg নামে সেভ করুন যেকোন জায়গায়। পুরো স্ক্রিপ্ট হবে নিচের মত।
Windows Registry Editor Version 5.00
[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Explorer]
"ThumbnailQuality"=dword:00000100
"ThumbnailSize"=dword:00000050
ওখানে সবুজ চিহ্নিত সাইজটাতে আপনার পছন্দের সাইজ দিতে পারেন। আমি Size=50 আর Quality=100 দিয়েছি। এবার ডাবল ক্লিক করে রান করুন। Yes/No চায়লে Yes দিন। কয়েকবার রিফ্রেশ করুন। প্রয়োজনে লগঅফ/রিস্টার্ট দিন। তারপর আপনার ছবি/ভিডিও ফাইলগুলোর Thumbnail দেখুন। বিভিন্ন সাইজ ইচ্ছেমত দিতে পারেন।
উপরের সেটিংসটির মাধ্যমে একটিভ ইউজারের (লগঅন থাকা) সেটিংস পরিবর্তন হবে। যদি সব ইউজারের সেটিংস একসঙ্গে পরিবর্তন করতে চান তাহলে স্ক্রীপ্টটি হবে নিচের মত।
Windows Registry Editor Version 5.00
[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Explorer]
"ThumbnailQuality"=dword:00000100
"ThumbnailSize"=dword:00000050
[HKEY_LOCAL_MACHINE\Software\Microsoft\Windows\CurrentVersion\Explorer]
"ThumbnailQuality"=dword:00000100
"ThumbnailSize"=dword:00000050
এছাড়া আমার রেডিমেট ফাইলটা ডাউনলোড করে ওটাও এডিট করতে পারেন ইচ্ছেমত।
Thumbnail সেট করাঃ
Thumbnail দেখার জন্য Thumbnail এনাবল করা থাকলে হবে। এ জন্য যে উইন্ডোতে Thumbnail চান সেখানে My Computer এর View মেন্যু থেকে Thumbnail এ ক্লিক করুন।
অথবা নিচের মত View টুলবার থেকে Thumbnail সেট করুন।
বিঃদ্রঃ ThumbnailSize আর ThumbnailQuality কাজটি করার জন্য পিসি আইকন বা অন্যান্য ভিউ থেকে অধিক RAM খরচ করে থাকে। তাই পিসি’তে RAM কম হয়ে থাকলে Thumbnail দেখার সময় পিসি স্লো হতে পারে বা হ্যাং এর মত হতে পারে কিছুক্ষণ। তাছাড়া যে ফোল্ডারে প্রচুর ফাইল আছে সে ফোল্ডারের Thumbnail দেখাতে পিসি বেশি সময় নিতে পারে। তাই RAM কম থাকলে ThumbnailSize আর ThumbnailQuality অধিক পরিমাণে বাড়ানো থেকে বিরত থাকুন।
ইহা কি customize xp তে এড করা যাবে? কিভাবে? জানাবেন। ধন্যবাদ।
উত্তরমুছুনঅবশ্যই যাবে। রেজিস্ট্রি স্ক্রিপ্টগুলো আপনার রেজিঃ ফাইলে এড করে দেন। আমি ফন্ট এড করার জন্য কি করতে হবে সে নিয়ে একটি রেজিঃ ফাইলের কথা লিখেছিলাম কাস্টমাইজ পর্বে। নিশ্চয় পড়েছেন। ঐ রেজিঃ ফাইলেই এড করে দিতে পারেন।
মুছুন