সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: Adobe Flash Player – ইন্টারনেটে ভিডিও দেখার জন্য সেরা

Adobe Flash Player – ইন্টারনেটে ভিডিও দেখার জন্য সেরা



Internet Brows করে কিন্তু Adobe Flash Player চিনে না এরকম কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবে না কারণ ইন্টারনেটে ভিডিও দেখার জন্য যে প্লেয়ারটার কথা সর্বপ্রথম আসে তার নাম Adobe Flash Player এর মাধ্যমে অন্যতম জনপ্রিয় ভিডিও সাইট youtube সহ যেকোনো পেজের ভিডিও কোন ঝামেলা ছাড়াই দেখা যায়। এটি ফ্রিতেই ডাউনলোড আর ইন্সটল করা যায় সাইজটাও ছোট তাই যে কোন লিমিট ইউজারদের জন্যও ডাউনলোড করতে সুবিধা জনক

Adobe Flash Player ব্যবহার করার সুবিধা অসুবিধাঃ
অনলাইনে ভিডিও দেখার জন্য সাধারণত 512 kb নেট স্পিড প্রয়োজন হয় তাই যারা এর কম নেট স্পিড ব্যবহার করেন তাদের জন্য ভিডিও দেখা কষ্টকর হতে পারে আবার যারা লিমিট ইউজার (1GB বা এর কম/বেশি নির্দিষ্ট সাইজ ব্যবহার করেন) তাদের জন্যও বেশি ভিডিও দেখার কারণে তাড়াতাড়ি লিমিট শেষ হয়ে যেতে পারে তাছাড়া Adobe Flash Player ব্যবহার করলে কিছু কিছু পেজ খুলতে দেরী হতে পারে বিশেষ করে যারা কম নেট স্পিডে ব্রাউজিং করে থাকেন তাদের জন্য এ সমস্যাটা বেশি হয় এর কারণে হলো ওয়েব পেজগুলোতে আজকাল যে বিজ্ঞাপনগুলো দেয়া হয় তার বেশিরভাগই প্লাস ভিডিও Adobe Flash Player পিসিতে ইন্সটল করা থাকলে পেজ খোলামাত্র ভিডিওগুলো অটোমেটিক চলতে থাকে যা আমাদের দরকার নেই এতে পেজ খুলতে যেমন দেরী হতে পারে তেমনি তাড়াতাড়ি নেট লিমিটও শেষ হয়ে যেতে পারে তবে এতে যেকোনো পেজের পূর্ণাঙ্গ সৌন্দর্য দেখা সম্ভব হয়।

সুতরাং একান্ত প্রয়োজন না হলে Adobe Flash Player ব্যবহার না করাটাই আমার কাছে পছন্দনীয় তাই ভালমন্দ ভেবেই Adobe Flash Player ব্যবহার করা দরকার

প্রকারভেদঃ
সাধারণত ডাউন-লোডের সময় আমরা দুধরনের Flash Player দেখতে পায় একটি হলো Adobe Flash ActiveX অন্যটি Adobe Flash Plugin কোনটা ইনস্টল করতে হবে অনেকে তা নিয়ে সমস্যায় পড়েন। Adobe Flash ActiveX হলো IE (Internet Explorer) এর জন্য আর Adobe Flash Plugin হলো Firefox, Chrome সহ অন্যান্য ব্রাউজারের জন্য। আবার দুটোর জন্যই exe আর msi ভার্সন আছে। তম্মধ্যে msi টা নিরাপদ। তাই দরকার মত পছন্দেরটা ডাউনলোড করে ইন্সটল করতে হবে। আর সবসময় আপডেট ব্যবহার করা ভাল। কোন সমস্যার জন্য আছে Help page.

Download: Home Page  Other Page
 

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।