গাড়িটির নাম ফোক্সওয়াগন এক্সএলওয়ান। প্রতি গ্যালন জ্বালানিতে
চলতে পারে ২৬১ মাইল
পথ। গতি ঘণ্টায় সর্বোচ্চ ৯৯ মাইল পর্যন্ত। ওজন এক হাজার ৭৫৩ পাউন্ড। নির্মাতাদের দাবি, এটিই বর্তমান বিশ্বের
সবচেয়ে বেশি জ্বালানিসাশ্রয়ী গাড়ি। জ্বালানিসাশ্রয়ী গাড়ি তৈরির জন্য বিশ্বের নামীদামি গাড়ি নির্মাতা
প্রতিষ্ঠানগুলো চেষ্টা করে
চলেছে বছরের পর বছর ধরে। প্রতি গ্যালনে ১০০ মাইল যেতে পারে—এমন গাড়ি তৈরি করতেই প্রকৌশলীদের
গলদঘর্ম অবস্থা। এ জন্য গাড়ির নির্মাণকৌশল ও গঠনে ব্যাপক পরিবর্তন আনতে হয়। গাড়ির ওজন অনেক কমাতে হয়। এ ছাড়া
বায়ুগতিবিদ্যার সর্বোচ্চ
প্রয়োগ আর গাড়ির শক্তির সবচেয়ে সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করাও জরুরি।
ফোক্সওয়াগন এক্সএলওয়ান তৈরিতে নেতৃত্ব দেন প্রকৌশলী উলরিক হাকেনবার্গ। ফোক্সওয়াগন এক্সএলওয়ানের
গঠনপ্রণালি সম্পর্কে গবেষকেরা
বলেন, গাড়িটির ইঞ্জিনের ওজন
কমিয়ে শক্তি বাড়াতে ইস্পাতের বদলে ব্যবহার করা হয়েছে কার্বন ফাইবার। আর ঘর্ষণ এড়াতে বাদ দেওয়া হয়েছে গাড়ির
সাইড ভিউ মিরর। গড়িটিতে
৮৩০ সিসির দুটি সিলিন্ডার ডিজেল ইঞ্জিন ও ২০ কিলোওয়াটের বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হয়েছে। ফোক্সওয়াগন
কর্তৃপক্ষ জানায়, এক্সএলওয়ান
মডেলের গাড়িটি শিগগিরই সীমিতভাবে ইউরোপের বাজারে আসতে পারে। পপুলার সায়েন্স।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।