সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: Windows Profile Backup and Restore - কষ্ট করে আর প্রোফাইল সেট করতে হবে না

Windows Profile Backup and Restore - কষ্ট করে আর প্রোফাইল সেট করতে হবে না



Windows Setup দেয়ার পর যে কাজটা করা হয় সেটা হলো User Profile Settings. বিভিন্ন Registry Settings, Wallpaper, Screen Saver, Power Option, Auto run Management, Browser Profile, Start menu, Taskbar, Data and Date Format ইত্যাদি Settings ঠিক করতে করতে User কে অনেক সময় ব্যয় করতে হয় তাছাড়া তাড়াহুড়া করতে গেলে অনেক Settings বাদ পড়ে যায় তাই এটা যদি একবার Backup নিয়ে রাখা যায় যাতে পরবর্তী সময়ে যখন দরকার হবে শুধু Restore করে দেয়া যাবে তাহলে User এর অনেক সময় বেঁচে যায় আমি আজকে User Profile Backup and Restore নিয়ে লিখবো Windows Easy Transfer অপশনটির মাধ্যমে কাজটি খুব সহজে করা যায়


User Profile Backup:
প্রথমে সব Software Installed করে নিন তারপর আপনার পছন্দমত সেটিংস করে নিন তারপর Start menu এর Search Easy লেখুন তাহলে উপরে Windows Easy Transfer দেখবেন ওটি রান করুন

নিচের মত আসবে Next দিন
 

নিচের মত আসবে ৩ নং অপশন USB Flash drive Select করে Next দিন

নিচের মত আসবে ২ নং অপশন This is my old computer Select করে Next দিন

আপনার পিসিতে কয়টা User Account আছে Search করবে

Search করার পর নিচের মত User Account গুলো দেখাবে যেটা Backup নেয়া দরকার সেটি Select করে Next দিন

আপনি ইচ্ছে করলে Customize অপশন এর মাধ্যমে Backup এর সাইজটা কমিয়ে নিতে পারেন যেমন আমি শুধু দুটি অপশন সিলেক্ট করেছি

এছাড়া Advanced অপশন এর মাধ্যমে আরো অনেক কিছু বাদ দিতে পারবেন যেমন Windows Setup দেয়ার পর Music, Picture, Video, Document বলতে Windows এর Default গুলোই যা আমাদের দরকার নেই

Password দিয়ে আপনি Security দিতে চায়লে তার ব্যবস্থা আছে সবশেষে Save বাটনে ক্লিক করে আপনার Pendrive Save করুন

Backup Process শুরু হবে অপেক্ষা করুন

কিছুক্ষণ পর সঠিক চিহ্ন দেখাবে মানে আপনার Backup সম্পন্ন হয়েছে এবার Next>Next>Close দিন আপনার কাজ শেষ
 

এখন থেকে আপনি Windows Setup দেয়ার পর একই নামে একটি User Account খুলোন। তারপর নিচের নিয়মে Restore করে দিন। 


User Profile Restore:
Restore করার কাজটা সহজ যখন Restore করতে চায়বেন Backup ফাইলটা ডাবল ক্লিক করুন Password দেয়া থাকলে Password এর ঘর আসবে পাসওয়ার্ড দিয়ে Next দিন

আপনার Profile টা Select করে Transfer Button এ ক্লিক করুন
  
Transfer Process শুরু হবে

Transfer হয়ে গেলে Your Transfer is Complete মেসেজ পাবেন অর্থাৎ আপনার Restore সম্পন্ন হয়েছে Close দিন


32bit & 64bit Windows এর জন্য আলাদা আলাদা Profile Backup নিতে হবে কাজ শুরুর আগে Laptop Charging এ লাগিয়ে নিন অন্যথায় Charging এ লাগিয়ে নেয়ার মেসেজ আসতে পারে কারণ আপনি পুরো Profile Backup বা Restore করতে চায়লে সময় বেশি লাগতে পারে আর সে সময় Laptop এ পর্যাপ্ত চার্জ না থাকলে Process Fail হবে মেসেজ আসলে OK দিয়ে দেবেন



এছাড়া বিকল্প পদ্ধতি হিসেবে আপনার Profile টাকে Default Profile করে নিতে পারেন এ জন্য Live CD দিয়ে Windows Boot করুন আপনার User Profile টা Copy করে Default Profile এ গিয়ে Paste করে দিন Replace চায়লে Replace all দিন এখন থেকে নতুন কোন User Create করলে সেই User এও আপনার দেয়া Settings Apply হবে। 

৩টি মন্তব্য:

  1. মূল্যবান পোস্ট কাজে লাগাতে পেরেছি।

    উত্তরমুছুন
  2. evabe ki intalled software gulao backup hbe?jodi hoy taile restore korle ki abr software gula install hoye jabe

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. Na vy. Software গুলো backup নিতে পারবেন। তবে restore করার পর 100% সঠিকভাবে কাজ করবে না। আপনি নিচের লিংকটি দেখুন।
      http://kamrulcox.blogspot.com/2012/07/windows-7.html

      মুছুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।