সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: উপকারী এক ফলের নাম কুল

উপকারী এক ফলের নাম কুল





বাংলাদেশের একটি অত্যন্ত জনপ্রিয় ফল কুলবরই নামেও ফলটি পরিচিত বাংলাদেশে সচরাচর যে বরইগুলো চাষ হয় তা হল: ঢাকা- ৯০, নারিকেলি, কুমিল্লা কুল, আপেল কুল, তাইওয়ান কুল ও থাইকুলএই কুলগুলোর সাথে আর একটি কুলের নতুন সংযোজন তা হল এফটিআইপি বাউকুল-১

কুল সাধারণত পাকা ও টাটকা অবস্থায় খাওয়া হয়কুল খাদ্য হিসাবে অত্যন্ত সমৃদ্ধমিষ্টি স্বাদের জন্য প্রায় সব বয়সের মানুষই কুল পছন্দ করেআসুন জেনে নেই বরইয়ের গুণাগুণ:
বিভিন্ন খনিজ এবং ভিটামিন এ ও ভিটামিন সি-এর একটি ভালো উস হচ্ছে কুলকুলে সাধারণ ৮৫.৯ ভাগ পানি, ০.৮ ভাগ আমিষ, ০.১ ভাগ স্নেহ, ১২.৮ ভাগ লৌহ থাকেপ্রতি ১০০ গ্রাম শাঁসে ৫৫ ক্যালরি শক্তি, ৭০ আই. ইউ. ক্যারোটিন ও ৫০-১৫০ মিঃ গ্রাঃ ভিটামিন সি বিদ্যমান 

 বরই খাওয়ার উপকারিতা:
আমাদের দেশের বিভিন্ন প্রজাতির বরইয়ে বিদ্যমান ভিটামিন সি গলার ইনফেকশনজনিত অসুখ যেমন-টনসিলাইটিস, ঠোঁটের কোণে ঘা, জিহ্বাতে ঠাণ্ডাজনিত লালচে ব্রণের মতো ফুলে যাওয়া, ঠোঁটের চামড়া উঠে যাওয়া রোধ করেযকৃতের কাজের ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দেয় বরইবরইয়ের রস অ্যান্টি ক্যান্সার ড্রাগ হিসেবে ব্যবহৃত হয়এই ফলে রয়েছে ক্যানসার সেল, টিউমার সেল, লিউকোমিয়ার বিরুদ্ধে লড়াই করার অসাধারণ শক্তিউচ্চরক্তচাপ এবং ডায়াবেটিস রোগীদের জন্য এই ফল যথেষ্ট উপকারিরক্ত বিশুদ্ধকারক হিসেবে এই ফলের গুরুত্ব অপরিসীমডায়রিয়া, ক্রমাগত মোটা হয়ে যাওয়া, রক্তের হিমোগ্লোবিন ভেঙে রক্তশূন্যতা তৈরি হওয়া, ব্রঙ্কাইটিস-এসব অসুখ দ্রুত ভালো করে বরইখাবারে রুচি আনার জন্যও এই ফলটি ভূমিকা পালন করেমৌসুমি জড়, সর্দি-কাশির বিরুদ্ধে গড়ে তোলে প্রতিরোধস্ট্রেস হরমোন আমাদের মনে অবসাদ আনে, দুঃখ-কষ্টের পরিমাণ বাড়িয়ে দেয়, নিদ্রাহীনতা তৈরি করেনিদ্রাহীনতা দূর করে এই ফলএবং স্ট্রেস হরমোন নিঃসরণের মাত্রা কমায় এই ফলবরইয়ের খোসা খাবার হজমে সাহায্যে করেউচ্চমানের ভিটামিন এ রয়েছে এই ফলেআর ওজন নিয়ন্ত্রণ এবং কোলস্টেরল কমানো জন্য রয়েছে এর চমকপ্রদ ক্ষমতা 

২টি মন্তব্য:

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।