সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: পেনড্রাইভ সাজান মনের মত আর ভাইরাস ধরুন !

পেনড্রাইভ সাজান মনের মত আর ভাইরাস ধরুন !


আমার টিপসগুলো সবার জানা। তারপরও লেখছি। কারণ লেখাটা ভিন্ন উদ্দেশ্য আর তা পড়লেই বুঝতে পারবেন।নিশ্চয় মজা পাবেন।
 
আইকন তৈরিঃ
১।৭২রেজুলেশন ৪৮x৪৮ সাইজের ico বা bmp ফরমেটের ১টি ছবি নিন।(ico হলে ছবির মানগুলো ঠিক রাখুন আর bmp হলে মান বদলানো যাবে।তবে উল্লেখিত মানগুলো আদর্শমান।)
২। Notepad খুলে নিম্মের লাইনদুটো ঐভাবেই লেখুন বা আমার মত অলসেরা কপি করুন আর Autorun.inf নামে সেভ করুন যেকোন জায়গায়।(ভয় করার কিছু নেই,এটি ভাইরাস না।)


[Autorun]
icon= picture.ico


১ নং এ তৈরি করা ছবির নামটা picture.ico এর জায়গায় লেখুন।এখানে picture হল আপনার ছবির নাম আর .ico হল এক্সটেনশন।এবার ফাইল দুটোকে আপনার পেনড্রাইভে পেষ্ট করুন।

বেকগ্রাউন্ড:
১।আপনার মনিটরের সমান বা তার বড় সাইজের পছন্দমত jpg ফরমেটের ১টা ছবি নিন।
২।তারপর Notepad খুলে নিম্মের লেখাগুলো কপি পেষ্ট করুন এবং Desktop.ini নামে সেভ করুন।

[ExtShellFolderViews]
{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}={BE098140-A513-11D0-A3A4-00C04FD
706EC}

[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
Attributes=1
IconArea_Image=picture.jpg
IconArea_Text=0x00FFC0CB


এখানে picture হল আপনার ছবির নাম আর .jpg হল এক্সটেনশন এবং FFC0CB (লাল) হল আপনার ফোল্ডারের টেক্সট কালার। আপনার ছবির সাথে মিলিয়ে পছন্দমত রং দিতে পারেন। ছবির নামটাও ইচ্ছেমত দিতে পারেন।তবে এক্সটেনশন হতে হবে .jpg। কালারের জন্য দেখতে পারেন হরেক রকমের হেক্স কালার কোড
এবার ফাইল দুটোকে আপনার পেনড্রাইভে পেষ্ট করুন।

হিডেনঃ
চারটা ফাইল আপনার পেনড্রাইভে পেষ্ট করার পর ডস প্রম্ট এ যান।লেখুন j: এবং এন্টার চাপুন।এখানে j এর জায়গায় আপনার পেনড্রাইভের ড্রাইভ নেম দিন।কমান্ডটি দেওয়ার ফলে আপনি আপনার পেনড্রাইভে ঢুকলেন।এবার নিম্মের কমান্ডটি লেখে এন্টার চাপুন।
Attrib +s +h *.*
কাজ শেষ।
 

১ম কাজটা দ্বারা পেনড্রাইভ পিসি দিলে আপনি আপনার পছন্দের আইকনটি ড্রাইভে দেখতে পাবেন।যদি কখনো দেখেন ওই আইকনটা নেই তাহলে নিশ্চত হতে পারেন আপনার পেনড্রাইভে জঙ্গি ঢুকেছে।এতে আপনার তৈরি করা Autorun.inf ফাইলটি এখন আর আপনার নেই।জঙ্গিদের দখলে চলে গেছে।তাই জঙ্গি মুচে ফেলে এটি আবার তৈরি করতে হবে। এভাবে চালিয়ে যান।
 

২য় কাজটি দ্বারা আপনি আপনার পেনড্রাইভের বেকগ্রাউন্ড হিসেবে ছবিটা দেখতে পাবেন।
 

৩য় কাজটি দ্বারা আপনার ফাইলগুলো সিস্টেম ফাইলের মত হিডেন হয়ে যাবে।ফলে সাধারণ উপায়ে শো করে ফাইলগুলো আর দেখা যাবেনা।এমনকি অনভিজ্ঞ কেউ ফাইলগুলো দেখবেনা।আর হ্যাঁ কমান্ডটি দেওয়ার আগে আপনার পেনড্রাইভে ঐ চারটা ফাইল ছাড়া অন্য ফাইল রাখবেন না।তাহলে ওগুলোও হিডেন হয়ে যাবে।
ইচ্ছে করলে ডিজাইন করার জন্য হার্ডডিস্কের যে কোন ড্রাইভ বা ফোল্ডারেও ফাইলগুলো পেষ্ট করতে পারেন।এতে আইকন আর বেকগ্রাউন্ডের সুবিধাগুলো পাবেন।

২০টি মন্তব্য:

  1. ১.কামরুল ভাই হিডেন ফাইল আবার কিভাবে শো করতে হবে?
    ২.কম্পিউটার এ যদি কোন ফোল্ডারে এই কাজগুলো করার পর পেনড্রাইবের মত কিভাবে হিডেন করবো ?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. নিচের লিংকটি দেখুন। হিডেন করার জন্য + আর আনহিডেন করার জন্য -।
      http://kamrulcox.blogspot.com/2011/08/blog-post.html

      মুছুন
    2. ১.কামরুল ভাই পোষ্ট টি দেখেছি এরপরও আপনার কাছে একটু জানতে চাইতেছি_
      পিসি তে কোন ফোল্ডার হাইড করতে হলেতো ঐ ফোল্ডারে .bat ফাইলটি রেখে রান করতে হবে ?

      ২. Customize XP সিডিতে কিছু কিছু ফাইল হাইড করে রাখতে চাই (রাইট করার পর যেন ঐগুলো হাইড থাকে ফাইল গুলো বিভিন্ন নামের ) এজন্য কোড টা কি লিখবো ?

      ভাই একটু বিস্তারিত বলেন।



      মুছুন
    3. Run Once এ গিয়ে আপনার ফাইলটি কোথায় আছে নাম সহ পুরো পথ উল্লেখ করে attrib কমান্ড প্রয়োগ করতে হবে। আমার নিচের কমান্ডটি দেখুন।
      attrib +s +h +r "c:\windows\system32\Desktop.ini"

      মুছুন
    4. কামরুল ভাই সিডির $OEM$,DESKTOP,I386 এই ফোল্ডার গুলো হাইড করতে হলে কোড কি হবে?

      মুছুন
    5. রাইট ক্লিক করে প্রোপার্টিজে গিয়ে হাইড করুন। এছাড়া অন্যভাবে হাইড করলেও সিডি রাইট করার পর সেটা থাকবে না ।

      মুছুন
    6. কামরুল ভাই আমি চাইতেছি যেন সাধারন ভাবে কেউ যেন হাইড করা ফাইল শো করতে না পারে
      (মেমোরী কার্ডের মত)

      মুছুন
    7. কম্পিউটারে দুভাবে হাইড করা যায়। নরমাল হাইড এবং সিস্টেম ফাইল হিসেবে হাইড। সিস্টেম ফাইল হিসেবে হাইড করলে ফোল্ডার অপশনে গিয়ে show hidden files and folders দিলেই শুধু দেখা যায় না। বরং Hide Protected Operating system files অপশনটাও আনমার্ক করতে হয়। এছাড়া কিছু সফটওয়ার আছে যেগুলো দিয়ে আপনি পার্সওয়ার্ড ব্যবহার করে ফাইল হাইড করতে পারেন। কিন্তু সিডিতে তা পারা যায় না। সিডিতে নরমাল হাইডই শুধু করা যায় যা show hidden files and folders আনমার্ক করে দিলেই দেখা যাবে। এছাড়া অন্য কোন পদ্ধতি আমার জানা নেই।

      মুছুন
    8. কামরুল ভাই $OEM$ এই ফোল্ডারটি_ I386 ফোল্ডারের ভিতরে রাখলে কি কাজ করবে?

      মুছুন
    9. কপি প্রোটেকট কি করা যাবে?

      মুছুন
    10. $OEM$ ফোল্ডারটি অন্য কোথাও রাখা যাবে না। রাখলে কাজ করবে না।
      সিডি কপি প্রোটেকটেড করার জন্য কিছু প্রফেশনাল সফটওয়ার আছে। তবে আমার কাছে নেই বা আমি কখনো ব্যবহার করি নি।

      মুছুন
  2. ১.কামরুল ভাই বেকগ্রাউন্ড এর জন্য (Desktop.ini,jpg) এই ফাইল দুটি যে কোন ড্রাইবে রাখলে বেকগ্রাউন্ড হচ্ছে কিন্তু কোন ফোল্ডারে র‌াখলে বেকগ্রাউন্ড হচ্ছে না।
    ২.আইকনের জন্য ফাইল দুটি যদি কাস্টমাইজ এক্সপি ফোল্ডারে রেখে তারপর সিডিতে রাইট করি তাহলে কি সিডিতে ঐ আইকন এড হবে ?

    উত্তরমুছুন
  3. কামরুল ভাই ফোল্ডারে রাখলে আইকনগুলোর টেক্সট কালার,বেকগ্রাউন্ড হচ্ছে না একটু চেক করেন

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. হ্যাঁ ভাই। কিছু কিছু ফোল্ডারে এটি কাজ করে না। তবে সব রুট ডিরেক্টরিতে কাজ করে। যে সব ফোল্ডারে কাজ করে না সেখানে সফটওয়ার ব্যবহার করে কাজটি করা যায়।

      মুছুন
  4. কাস্টমাইজ এক্সপি ফোল্ডারে কিভাবে করবো?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. কাস্টমাইজ এক্সপি সিডিতে কাজ করবে। ওখানে desktop.ini ফাইল আর ছবিটা রাখুন। এতে কাজ করবে।

      মুছুন
  5. কাজ করে না কামরুল ভাই।
    http://1.1.1.4/bmi/s10.postimg.org/vs1h1d8c9/folder_background.jpg

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনি ISO করার পর সেই ISO ফাইলটা ভার্সুয়াল পিসিতে দেখুন। তাছাড়া সিডিতে রাইট করার পরও দেখা যাবে।

      মুছুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।