Folder বললেই হলুদ রঙের চার কোণার ছবিটা সবার মুখস্ত। ইচ্ছে করলে ঐটাতে দিতে পারেন আপনার ছবি ।যেকোন photo editor software (যেমন Photoshop) এ গিয়ে 48 x 48 pixel এর একটি ছবি(যে কোন সাইজ চলবে) Resulation ২০০ বা আরো বেশি নিয়ে একটি .bmp বা .ico ফরমেটের ছবি বনিয়ে নিন যেকোন নামে এবং
রাখুন যেকোন জায়গায় ।যে Folder এ দেবেন তার উপর রাইট বাটন করে properties> customize হয়ে change icon এ যান ।সখানে পাবেন brouse.brouse এ ক্লিক করে আপনার ছবিটা দেখিয়ে দিন ।এবার ok করে বেরিয়ে আসুন।এখন ঐ Folder এ আপনার ছবিটা দেখতে পাবেন ।vew থেকে Tiles,Icon,List,Details,Thumnails এর মাধ্যমে বড় ছোট ও করতে পারবেন।তবে Thumnails দিলে ছবিটা ছোট হতে পারে।সে ক্ষেত্রে আবার properties> customize হয়ে choose pictureএ যান এবং যথানিয়মে আপনার ছবিটা দেখিয়ে দিন এবং ok করুন।(Thumnails এর জন্য ছবিটা একটু বড় হলে ভাল হয়)এ নিয়মে আপনি Desktop এর shortcut icon ও পরিবর্তন করতে পরবেন ।
রাখুন যেকোন জায়গায় ।যে Folder এ দেবেন তার উপর রাইট বাটন করে properties> customize হয়ে change icon এ যান ।সখানে পাবেন brouse.brouse এ ক্লিক করে আপনার ছবিটা দেখিয়ে দিন ।এবার ok করে বেরিয়ে আসুন।এখন ঐ Folder এ আপনার ছবিটা দেখতে পাবেন ।vew থেকে Tiles,Icon,List,Details,Thumnails এর মাধ্যমে বড় ছোট ও করতে পারবেন।তবে Thumnails দিলে ছবিটা ছোট হতে পারে।সে ক্ষেত্রে আবার properties> customize হয়ে choose pictureএ যান এবং যথানিয়মে আপনার ছবিটা দেখিয়ে দিন এবং ok করুন।(Thumnails এর জন্য ছবিটা একটু বড় হলে ভাল হয়)এ নিয়মে আপনি Desktop এর shortcut icon ও পরিবর্তন করতে পরবেন ।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।