সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: এক্সপি রিস্টার্ট, শাটডাউন হবে খুব দ্রুত

এক্সপি রিস্টার্ট, শাটডাউন হবে খুব দ্রুত


আমার এক্সপি খুব দ্রুত বুট এবং রিস্টার্ট হয়। কিন্তু আপনারটা? হ্যাঁ- উইন্ডোজ বুট/রিস্টার্ট হওয়ার মধ্যে সময়ের একটা ব্যাপার আছে। অনেক সময় আমরা দেখি যে শাট ডাউন/রিস্টার্ট কমান্ড দিলাম মিনিটের কাছাকাছি হল, কিন্তু এখনো হবে বা হচ্ছে এ অবস্থা। বুট হওয়ার বেলায়ও একই অবস্থা। আসলে এ সমস্যাটা হয় ইলিগ্যাল রেজিস্ট্রি সেটিংস কিংবা ডিস্ক সমস্যা জনিত কারণে । যেটাই হোক খুব বেশি বিরক্তিকর একটা বিষয় এটি। আসুন মুক্তির জন্য একটু চেষ্টা চালায়।


  1.  আপনাকে সর্বপ্রথমে রেজিস্ট্রি ক্লিন রাখতে হবে। আজকাল রেজিস্ট্রি ক্লিনের জন্য প্রফেশনাল এবং ফ্রিতে অনেক সফটওয়ার রয়েছে। আপনার পছন্দমত যেকোন একটি  টুলস ব্যবহার করতে পারেন কাজটি করার জন্য। শুধু এ কাজের জন্য নয়, ক্লিন রেজিস্ট্রি আপনার পিসিকে স্মার্ট রাখার জন্য অনেক গুরুত্বপূর্ণ।
  2. Run এ যান regedit লেখে এন্টার চাপুন। আপনার সামনে রেজিস্ট্রি ওপেন হবে। এবার নিচের কাজগুলো করুন।
    • HKEY_CURRENT_USER\Control Panel\Desktop এ গিয়ে WaitToKillAppTimeout ডাবল ক্লিক করুন। সেখানে ডিফল্ট ভ্যলু দেখবেন ২০০০০। আপনি সেটাকে ১০০০ করে দেন।
    • HKEY_LOCAL_MACHINE\SYSTEM\ControlSet001\Control এগিয়ে WaitToKillAppTimeout ডাবল ক্লিক করুন। সেখানে ডিফল্ট ভ্যলু দেখবেন ২০০০০। আপনি সেটাকে ১০০০ করে দেন।
    • HKEY_LOCAL_MACHINE\SYSTEM\ControlSet002\Control এগিয়ে WaitToKillAppTimeout ডাবল ক্লিক করুন। সেখানে ডিফল্ট ভ্যলু দেখবেন ২০০০০। আপনি সেটাকে ১০০০ করে দেন।
    • HKEY_USERS\.DEFAULT\Control Panel\Desktop এগিয়ে WaitToKillAppTimeout ডাবল ক্লিক করুন। সেখানে ডিফল্ট ভ্যলু দেখবেন ২০০০০। আপনি সেটাকে ১০০০ করে দেন।

আর যদি রেজিঃ এডিট করতে ভয় লাগে তাহলে আমার তৈরি রিজিঃ ফাইলটি ডাউনলোড করে রান করুন। 1 এবং 2 নং কাজটি করার পর রিস্টার্ট দেন। এখন থেকে আপনার পিসি বুট/রিস্টার্ট/শাটডাউন হবে খুব দ্রুত।

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।