আমার এক্সপি খুব দ্রুত বুট এবং রিস্টার্ট হয়। কিন্তু আপনারটা? হ্যাঁ- উইন্ডোজ বুট/রিস্টার্ট হওয়ার মধ্যে সময়ের একটা ব্যাপার আছে। অনেক সময় আমরা দেখি যে শাট ডাউন/রিস্টার্ট কমান্ড দিলাম মিনিটের কাছাকাছি হল, কিন্তু এখনো হবে বা হচ্ছে এ অবস্থা। বুট হওয়ার বেলায়ও একই অবস্থা। আসলে এ সমস্যাটা হয় ইলিগ্যাল রেজিস্ট্রি সেটিংস কিংবা ডিস্ক সমস্যা জনিত কারণে । যেটাই হোক খুব বেশি বিরক্তিকর একটা বিষয় এটি। আসুন মুক্তির জন্য একটু চেষ্টা চালায়।
- আপনাকে সর্বপ্রথমে রেজিস্ট্রি ক্লিন রাখতে হবে। আজকাল রেজিস্ট্রি ক্লিনের জন্য প্রফেশনাল এবং ফ্রিতে অনেক সফটওয়ার রয়েছে। আপনার পছন্দমত যেকোন একটি টুলস ব্যবহার করতে পারেন কাজটি করার জন্য। শুধু এ কাজের জন্য নয়, ক্লিন রেজিস্ট্রি আপনার পিসিকে স্মার্ট রাখার জন্য অনেক গুরুত্বপূর্ণ।
- Run এ যান regedit লেখে এন্টার চাপুন। আপনার সামনে রেজিস্ট্রি ওপেন হবে। এবার নিচের কাজগুলো করুন।
- HKEY_CURRENT_USER\Control Panel\Desktop এ গিয়ে WaitToKillAppTimeout ডাবল ক্লিক করুন। সেখানে ডিফল্ট ভ্যলু দেখবেন ২০০০০। আপনি সেটাকে ১০০০ করে দেন।
- HKEY_LOCAL_MACHINE\SYSTEM\ControlSet001\Control এগিয়ে WaitToKillAppTimeout ডাবল ক্লিক করুন। সেখানে ডিফল্ট ভ্যলু দেখবেন ২০০০০। আপনি সেটাকে ১০০০ করে দেন।
- HKEY_LOCAL_MACHINE\SYSTEM\ControlSet002\Control এগিয়ে WaitToKillAppTimeout ডাবল ক্লিক করুন। সেখানে ডিফল্ট ভ্যলু দেখবেন ২০০০০। আপনি সেটাকে ১০০০ করে দেন।
- HKEY_USERS\.DEFAULT\Control Panel\Desktop এগিয়ে WaitToKillAppTimeout ডাবল ক্লিক করুন। সেখানে ডিফল্ট ভ্যলু দেখবেন ২০০০০। আপনি সেটাকে ১০০০ করে দেন।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।