প্রতিনিয়ত কাজ করতে করতে ডিস্কে অনেক টেম্বপারি ফাইল জমে যায়। এ টেম্পরারি ফাইলগুলো হার্ডডিস্কের খালি জায়গা ভরাট করে ডিস্ক পূর্ণ করে ফেলে। হার্ডডিস্কের প্রতিটি ড্রাইভেই এ টেম্পরারি ফাইলগুলো জমে থাকে। তাই প্রত্যেক ড্রাইভ থেকে এগুলো পরিষ্কার করে ফেলা উচিত। এ গুলো পরিষ্কারের মাধ্যমে হার্ডডিস্ক এবং RAM এর গতি বাড়ানো যায়। নিচে কিভাবে এ কাজগুলো করতে হয় তা দেখানো হল।
ডিস্ক ক্লিন আপের পদ্ধতিঃ
১। যে ড্রাইভে ডিস্ক ক্লিন আপ চালাবেন সে ড্রাইভের উপর রাইট ক্লিক করে Properties এ যান।
২। এবার General ট্যাব থেকে Disk Cleanup এ ক্লিক করুন।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।