সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: ডিস্ক ক্লিন আপ-ডিস্কের বোঝা হালকা করে

ডিস্ক ক্লিন আপ-ডিস্কের বোঝা হালকা করে


প্রতিনিয়ত কাজ করতে করতে ডিস্কে অনেক টেম্বপারি ফাইল জমে যায়। এ টেম্পরারি ফাইলগুলো হার্ডডিস্কের খালি জায়গা ভরাট করে ডিস্ক পূর্ণ করে ফেলে। হার্ডডিস্কের প্রতিটি ড্রাইভেই এ টেম্পরারি ফাইলগুলো জমে থাকে। তাই প্রত্যেক ড্রাইভ থেকে এগুলো পরিষ্কার করে ফেলা উচিত। এ গুলো পরিষ্কারের মাধ্যমে হার্ডডিস্ক এবং RAM এর গতি বাড়ানো যায়। নিচে কিভাবে এ কাজগুলো করতে হয় তা দেখানো হল।


ডিস্ক ক্লিন আপের পদ্ধতিঃ
১। যে ড্রাইভে ডিস্ক ক্লিন আপ চালাবেন সে ড্রাইভের উপর রাইট ক্লিক করে Properties এ যান।

২। এবার General ট্যাব থেকে Disk Cleanup এ ক্লিক করুন।

৩। Disk Cleanup ট্যাবে Files to delete লেখার নিচে অনেকগুলো ফাইলের নাম সহ লিস্ট দেয়া আছে এবং তার ডানপাশে সাইজ দেয়া আছে। যেগুলোতে বেশি সাইজ দেখা যাচ্ছে সেগুলোতে ঠিক মার্ক দিয়ে নিচের OK বাটনে ক্লিক করুন। তাহলে মেসেজ আসবে “Are you sure you want perform these actions?” Yes এ ক্লিক করুন। তাহলে টেম্পরারি ফাইলগুলো ক্লিন হওয়া শুরু হবে। NTFS ড্রাইভে একটু সময় বেশি লাগতে পারে। ধৈর্য্য ধরুন। এভাবে প্রত্যেকটা ড্রাইভে কাজটি করুন।

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।