ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং (এমআরআই) স্ক্যানের মাধ্যমে প্রচলিত ডায়াগনস্টিক টেস্ট সমূহ যেমন এনজিওগ্রাম বা এস.পি.ই.সি.টি এর চেয়ে ভাল ভাবে হার্টের সমস্যাসমূহ নির্ণয় করা যায় বলে বিশেষজ্ঞরা অভিমত ব্যক্ত করেছেন।
ইউনিভার্সিটি অব লিডস্ ৭৫০ জন ব্যাক্তির উপর গবেষণা করে এ বিষয়ে সিদ্ধান্তে উপনীত হতে পেরেছে যে হার্ট এর রোগ নির্ণয়ে এম.আর.আই উৎকৃষ্ট পদ্ধতি। অন্যান্য টেস্টের মত এমআরআই থেকে তেজস্ক্রিয়তা নির্গত হয় না। ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের একজন মুখপাত্র বলেন, ‘‘এমআরআই স্ক্যান হার্টের সমস্যা নির্নয়ে আরও ব্যাপকভাবে ব্যবহার করতে হবে।’’
বর্তমানে বুকে ব্যথা নিয়ে যারা চিকিৎসার জন্য আসেন, তাদের এনজিওগ্রাম বা এসপিইসিটি স্ক্যান এর মাধ্যমে রোগ নির্ণয় করা হয়। এই দুই প্রকার টেস্ট এই আয়ওনাইজড রেডিয়েশন ব্যবহৃত হয়। অন্যদিকে এমআরআই এর জন্য ব্যবহৃত হয় শক্তিশালি ম্যাগনেটিক ফিল্ড ও বেতার তরঙ্গ। এই ক্ষেক্রে রেডিয়েশন এর ঝুঁকি নেই। ডক্টর জন গ্রিনউড বলেন, ‘‘আমরা প্রমাণ করতে পেরেছি যে এমআরআই অন্যান্য প্রচলিত ব্যবস্থার চেয়ে সফলতার সঙ্গে রোগ নির্নয় করতে পারে।’’
তিনি আরো বলেন, “যেহেতু এমআরআই তে আয়ওনাইজড রেডিয়েশন এর ব্যবহার হয় না, সেহেতু এটা রোগি ও স্বাস্থ্য পেশাদার দের জন্য অধিকতর নিরাপদ।” তবে অনেকেই এমআরআই এর ব্যয়বহুলতা ও সহজলভ্য না হওয়াকে তুলে ধরেছেন। তারা ব্যয় ও প্রয়োজনের ভারসাম্য বজায় রেখে এই টেস্ট রোগিদের উপর প্রয়োগ করতে বলেছন।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।