আপনার একটি মোবাইল নাম্বার থাকলে আপনাকে সবাই খুঁজে পাবে। আপনি যেখানে যান মোবাইলে কল দিলেই আপনার সাথে যোগাযোগ করা সম্ভব। মেইল এড্রেস বা Mail ID হল তেমন একটা বিষয়। আপনার একটি মেইল এড্রেস থাকলে আপনাকে যে কেউ, পৃথিবীর যেকোন স্থান থেকে, যেকোন সময় মেইল পাঠাতে পারে। আপনি ইন্টারনেটে থাকলেও মেইলটি আসবে, না থাকলেও আসবে। যখন আপনি আপনার মেইল এড্রেস এ প্রবেশ করবেন তখন সেই মেইলগুলো পড়তে পারবেন, ইচ্ছা করলে কাউকে পাঠাতেও পারবেন। বর্তমানে একটি মেইল এড্রেস খুবই জরুরী। এমনকি, কখনো কখনো মোবাইলের চেয়েও গুরুত্বপূর্ণ কাজ করে এটি। আমরা আজকে একটি gmail এড্রেস খুলবো।
Gmail কিভাবে খোলেঃ
Gmail হল Google এর সম্পত্তি। Google এর সার্ভিসগুলো'র মাধ্যমে আপনি লেখাপড়া, অডিও-ভিডিও, সামাজিক যোগাযোগ, অনলাইন ফটো এলবাম সহ অসংখ্য কাজ করতে পারবেন। সবগুলো কাজ করার জন্য একটাই মাত্র মেইল আইডি দরকার। তাও আবার একদম ফ্রি। শুধু কষ্ট করে একটা ফর্ম পূরণ করে নিজের কিছু তথ্য দিয়ে দিলেই হল। কিভাবে ফর্ম পূরণের কাজটি করতে হয় আমরা নিচে তা দেখব। ফর্মগুলো সময়ের সাথে সাথে গুগল কর্তৃপক্ষ আপডেট করে থাকে। তাই নিচের ফর্মটা একটু ভিন্নও হতে পারে। তবে খুব বেশি অমিল বা অপরিচিত হবে না। প্রথমে আপনার ব্রাউজার এড্রেসে gmail.com লেখে এন্টার চাপুন। তাহলে নিচের মত আসবে।
ওখান থেকে লাল create an account বাটনে ক্লিক করুন। তাহলে নিচের মত একটি ফর্ম আসবে। ফর্মটিতে তিনটি Step কাজ করতে হবে। ১ম Step হল ফর্ম পূরণ, ২ময় Step হল আপনার প্রোফাইল ছবি এড করা, আর ৩য় Stepটা হল ফাইনাল। ১ম Stepটা ভালভাবে পূরণ করতে পারলে পরের Step গুলো তেমন কিছু না। স্ক্রীনশটটি দেখুন এবং এর নিচের বর্ণনা গুলো পড়ুন।
১ম Step শুরুঃ
১। এখানে দুটি ঘর আছে। আপনার নামটি এখানে লেখুন দুই ভাগ করে। এক ঘরে এক ভাগ করে বসান।
২। এখানে সংক্ষিপ্ত একটা নাম বসান যেটা সবাই সহজে মনে রাখতে পারবে। মোবাইল নাম্বার সহজ হলে যেমন সবাই মনে রাখতে পারবে, এটি ঠিক সেই রকম। পুরো ফর্মটিতে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার দেয়া নামটি ভুল হলে নিচের মত লাল চিহ্ন দিয়ে মেসেজ আসবে।
এর মাধ্যমে বুঝাচ্ছে ঐ নামে আগে কেউ খুলে ফেলেছে। তাই আপনি আরেকটি নাম দিয়ে দেখুন। এভাবে যতবার লাল চিহ্ন আসে ততবার পরিবর্তন করুন। Available দিয়ে নিচে কিছু নাম দিয়েও দেবে। আপনার পছন্দ হলে ওখান থেকে একটি ক্লিক করুন। ঐটি হয়ে যাবে।
৩। এখানে পাসওয়ার্ড বসাতে হবে যেটা আপনি ছাড়া আর কেউ জানবে না। অনেকে নিজের মোবাইল নাম্বারটি দিয়ে দেয়। এটি করবেন না। এতে যে কেউ সহজে আপনার আইডি খুলতে পারবে। এখানে দুটা ঘর আছে। দুটি ঘরেই একই পাসওয়ার্ড বসাতে হবে। কমপক্ষে ৮টি অক্ষর বসাতে হবে। কী-বোর্ডের যেকোন অক্ষর দিতে পারেন।
৪। এখানে তিনটি ঘর আছে। এটি হল আপনার জন্ম তারিখের ঘর। ১মটি মাসের নাম, ২য়টি তারিখ, ৩য়টি সাল। জন্ম তারিখ হুবহু বসাতে হবে তেমন কথা নেই। যেকোন একটা বসালেই হবে। তবে অবশ্যই পূরণ করতে হবে।
৫। পুরুষ হলে Male দিন, আর মেয়ে হলে Female দিন।
৬। এখানে মোবাইল ফোন নাম্বারটা বসাতে হবে। +৮৮ হল কান্ট্রিকোড, সাথে 0 দেয়া আছে। আপনি 0 পরে বসিয়ে যান।
৭। আপনার পূর্বের কোন মেইল আইডি থাকলে এখানে বসাতে পারেন। না বসালেও সমস্যা নেই। আপনার প্রোফাইলে কোন পরিবর্তন হলে গুগল এটাতে মেইল পাঠিয়ে আপনাকে জানিয়ে দেবে।
৮। উপরের ঘরে যে ঝাপসা লেখাগুলো দেখছেন তা এখানে বসাতে হবে। বড় হাতের হলে বড় হাতের, ছোট হাতের হলে ছোট হাতের এবং ফাঁকা থাকলে ফাঁকা। অর্থাৎ উপরের কোডটি হুবহু বসাতে হবে।
৯। বাংলাদেশ সিলেক্ট করাই থাকে। না থাকলে সিলেক্ট করে দিন এবং নিচের প্রশ্নগুলোতে টিক চিহ্ন দিন।
১০। উপরের কাজগুলো করা হলে এখানে ক্লিক করুন।
যদি কোন ভুল না হয়ে থাকে তাহলে নিচের চিত্রটি আসবে। আর ভুল হয়ে থাকলে যে ঘরে ভুল হয়েছে তাতে লাল চিহ্ন আসবে। তাই লাল চিহ্নিত ঘরটি শুদ্ধ করে আবার ১০ নাম্বার কাজটি করুন। ১ম Step শেষ।
২য় Step শুরুঃ
উপরের চিত্রটি হল প্রোফাইল ফটো এড করার অপশন। add profile photo তে ক্লিক করুন। নিচের মত আসবে। (যদি ছবি প্রস্তুত না থাকে তাহলে Next Step এ ক্লিক করুন। তাহলে ৩য় Step চলে যাবে।)
উপরের add profile photo তে ক্লিক করার পর select a photo from your computer এ ক্লিক করে আপনার পছন্দের ছবিটি কম্পিউটার থেকে দেখিয়ে দিন।
ছবিটি আপলোড হচ্ছে। নিচের চিত্রটি আসা পর্যন্ত দৈর্য্য ধরুন।
আপলোড হওয়ার পর উপরের মত আসবে। ওখানে চারপাশে থাকা বাটনগুলো দিয়ে ছবিটি বড় ছোট করতে পারবেন। করা শেষে set as profile photo তে ক্লিক করুন। নিচের মত আসবে।
Next Step এ ক্লিক করুন। ২য় Step শেষ। নিচের মত আসবে।
৩য় Step শুরুঃ
এ পর্বে কোন কাজ নেই। এখানে আপনার মেইল এড্রেসটি দেখা যাবে যা আপনি কাউকে দেবেন। Continue to Gmail এ ক্লিক করুন। তাহলে আপনার মেইল একাউন্ট খোলে যাবে। এখন থেকে আপনি কাউকে মেইল পাঠাতে পারবেন, কেউ আপনাকে মেইল পাঠাতে পারবেন এবং Google এর সব সেবা উপভোগ করতে পারবেন।
thank u
উত্তরমুছুনhow i use media fire link if it block
উত্তরমুছুনআপনাকেও ধন্যবাদ ব্লগে অংশগ্রহণ করার জন্য। media fire লিংক কিভাবে ব্লগ হয়েছে? একটু বিস্তারিত বললেই সমাধান দিতে সুবিধা হবে।
মুছুন