বার্সেলোনায় ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ‘গ্যালাক্সি বিম’ নামে নতুন মডেলের একটি স্মার্টফোন ও ১০ ইঞ্চি মাপের ‘গ্যালাক্সি ট্যাব’ আনার ঘোষণা দিয়েছে স্যামসাং। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট এক খবরে এ তথ্য দিয়েছে।
স্যামসাংয়ের তৈরি গ্যালাক্সি সিরিজের বিম স্মার্টফোনটি হবে প্রজেক্টর ফোন। বিম স্মার্টফোনটি সম্পর্কে স্যামসাং জানিয়েছে, প্রজেক্টরের মতো এ ফোনটি ঝকঝকে ছবি দেখাতে পারবে। সম্প্রতি স্যামসাং গুগল প্লাসে গ্যালাক্সি বিম স্মার্টফোনটির ছবি প্রকাশ করেছে। গুগল অবশ্য বিম-সম্পর্কিত আর কোনো তথ্য প্লাসের পোস্টে উল্লেখ করেনি। তবে প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, প্রতিষ্ঠানটি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এ-বিষয়ক আরও তথ্য দেবে।
বিমের পাশাপাশি গ্যালাক্সি ট্যাব ২-এর নতুন আরেকটি সংস্করণ আনার ঘোষণাও দিয়েছে স্যামসাং। নতুন সংস্করণটি হবে ১০ ইঞ্চি মাপের। উল্লেখ্য, ২০১১ সালে গ্যালাক্সি সিরিজের প্রথম ট্যাবলেটটি এনেছিল স্যামসাং। প্রথম ট্যাবলেটটি ছিল ৭ ইঞ্চি মাপের। এরপর প্রতিষ্ঠানটি ১০.১ ইঞ্চি মাপের আরেকটি ট্যাবলেট আনে। এবারের মেলায় ৭ ইঞ্চি মাপের গ্যালাক্সি ট্যাবলেট ২-এর পাশাপাশি ১০ ইঞ্চি মাপের ট্যাবলেটের ঘোষণা দেবে অ্যাপল।
সূত্রঃ প্রথম আলো,তারিখ: ২৬-০২-২০১২
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।