সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: আসুন ইয়াহু আইডি খুলি

আসুন ইয়াহু আইডি খুলি


এর আগে একটি পোষ্ট লেখেছিলাম আসুন জিমেইল আইডি খুলি। ওখানে বলেছিলাম বর্তমান সময়ে একটি মেইল আইডির গুরুত্ব অত্যাধিক। তাই পছন্দের মেইল আইডি সবাই খুলতে চায়। গুগলের পরে মেইল আইডির জন্য সবার পছন্দ Yahoo। আজকে আমরা একটি Yahoo আইডি কিভাবে খুলতে হয় তা দেখাবো। জিমেইলের আইডিট আপনি খুলে থাকলে এটা নিশ্চয় পারবেন তাতে সন্দেহ নেই।


কিভাবে Yahoo আইডি খুলতে হয়ঃ
প্রথমে আপনার ব্রাউজার এড্রেসে yahoomail.com লেখে ব্রাউজার রান করুন। নিচের মত আসবে।

ওখান থেকে চিহ্নিত Create New Account এ ক্লিক করুন। তাহলে নিচের মত আসবে। নিচে ক্রমিক নং অনুযায়ী বর্ণনা দেয়া হল।

১। এখানে আপনার নাম। নামের প্রথম আংশ আগে এবং পরের অংশ পরের ঘরে লিখুন।

২। আপনি পুরুষের জন্য খুললে Male আর মেয়ের জন্য খুললে Female সিলেক্ট করুন।

৩। এখানে জন্ম তারিখ। মাস, দিন, বছর এভাবে তিন ঘরে জন্ম তারিখ লেখুন। হুবহু লিখতে হবে তেমন কথা নেই। তবে পূরণ করতে হবে।

৪। এখানে আপনার দেশ সিলেক্ট করুন।

৫। এখানে আপনার পছন্দের ভাষা সিলেক্ট করুন, যে ভাষায় ইয়াহুর লেখাগুলো আপনি পড়তে চান।

৬। এখানে পছন্দের আইডিটি লেখুন। এমন একটি আইডি লেখবেন যেটি আপনার এবং সকলের মনে রাখতে সুবিধা হবে। এটি আপনার ডাক নামের মত। ডাক যত সুন্দর হবে তত আপনার ভাল লাগতে পারে। লেখার পর Check এ ক্লিক করুন। যদি এই নামের আইডি কেউ খুলে থাকে তাহলে নিচের মত লাল লেখার মেসেজ আসবে।

বলা হবে এই আইডিটি অন্য জন খুলে ফেলেছে। এর নিচে আপনার নামের সাথে মিল রেখে কয়েকটি আইডি দেয়া হবে। আপনার পছন্দ হলে ওখান থেকে একটা সিলেক্ট করতে পারেন। অথবা অন্য আইডি দিয়ে আবার চেষ্টা করতে পারেন যতক্ষণ না একটি পছন্দের আইডি মিলছে। আইডি মিলে গেলে নিচের মত Successful মেসেজ পাবেন এবং পরের ধাপে চলে যান।

৭। এখানে পাসওয়ার্ড দেবেন যাকে বলে গোপন নাম্বার। এটি আপনি ছাড়া আর কেউ জানবে না। পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখবেন। না হয় পরে আপনার তৈরি করা আইডিটি খুলতে পারবেন না। পাসওয়ার্ডটি সর্বনিম্ম ৬ অক্ষরের হতে হবে।

৮। উপরের ধাপে দেয়া পাসওয়ার্ডটি আবার দিন যাতে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার পাসওয়ার্ড শুদ্ধ আছে।

৯। আপনি আগে কোন মেইল আইডি খুলে থাকলে এখানে সেটি দিতে পারেন। এর ফলে আপনি একাউন্টের কোন সেটিংস পরিবর্তন করলে ঐ মেইলে ইয়াহু আপনাকে মেইল পাঠাবে। এর মাধ্যমে আপনি সহযে জানতে পারবেন আপনার আইডিটি কেউ ব্যবহার করছে কি না।

১০। এখানে অনেক গুলো প্রশ্ন আছে। যেকোন একটি প্রশ্ন সিলেক্ট করুন এবং পরের ধাপে উত্তর দিন।

১১। উপরের ধাপে সিলেক্ট করা প্রশ্নের উত্তর দিতে হবে এখানে।

১২। ধাপ ১০ এর মত আরেকটি প্রশ্ন সিলেক্ট করুন।

১৩। ধাপ ১১ এর মত উত্তর দিন।

১৪। উপরের ঘরে আঁকাবাঁকা লেখাগুলো এখানে লেখুন। বড় হাতের ছোট হাতের মিল থাকতে হবে।

১৫। উপরের সবকটি ঘর বা ধাপ পূরণ করে থাকলে Create My Account এ ক্লিক করুন। যদি সব তথ্য সঠিকভাবে পূরণ হয়ে থাকে তাহলে নিচের মত Congrats পেজ আসবে। 

আর যদি সঠিক না হয় তাহলে একই পেজে থেকে যাবেন। লাল চিহ্ন দিয়ে ভুলগুলো চিহ্নিত করা থাকবে। ঐগুলো পুণরায় করে আবার ১৫ নং ধাপ অনুসরন করুন।

উপরের পেজ থেকে আপনি আপনার তথ্যগুলো ভালভাবে পড়ে মুখস্থ করে নিতে পারেন বা কোথাও সেভ করে রাখতে পারেন। পরে পাসওয়ার্ড ভুলে গেলে এগুলো কাজে আসবে। এরপর Continue তে ক্লিক করুন। তাহলে সর্বশেষ ফাইনাল পেজটি আসবে নিচের মত।
 এ পেজই হলো আপনার মেইল পেজ। এখান থেকে মেইল পাঠাতে, পড়তে, জমা রাখতে কিংবা ডিলিট সহ সব কাজ করতে পারবেন।

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।