সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: সনি আনছে ‘অরবিস’

সনি আনছে ‘অরবিস’



সনি তাদের প্লেস্টেশন গেম কনসোলের পরবর্তী সংস্করণটি তৈরি করছে। নতুন সংস্করণটি এখনো নির্মাণ পর্যায়ে থাকলেও প্রযুক্তি বিশ্বে ইতিমধ্যে এটিপ্লেস্টেশন ৪নামেই পরিচিতি পেয়েছে। এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, নতুন কনসোলটির কোড নাম অরবিসরাখতে পারে সনি।

মাইক্রোসফটের গেম কনসোল এক্সবক্সের পরবর্তী সংস্করণ কী হবে, তা নিয়ে প্রযুক্তি বিশ্বে গুজবের ছড়াছড়ি থাকলেও এত দিন সনির প্লেস্টেশনের পরবর্তী সংস্করণ নিয়ে কোনো গুজব রটেনি। তবে অরবিস নাম দিয়েই সনির প্লেস্টেশনের পরবর্তী সংস্করণটির গুজবটি ইতিমধ্যে চাউর হওয়া শুরু হয়েছে। অবশ্য এ বছরেই সনির প্লেস্টেশন বাজারে আসবে বলে আগাম জানিয়ে দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কাজো হিরাই। তবে সামনের বছর মাইক্রোসফটের এক্সবক্স কনসোলটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নতুন কনসোলটি বাজারে ছাড়তে পারে সনি, এমনটাই ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। গুজব রটেছে, নতুন গেম কনসোলে এএমডির তৈরি এক্স৬৩ সিপিইউ ও উন্নত গ্রাফিক্স কার্ড যুক্ত করতে পারে সনি। ফলে কনসোলটি ৪০৯৬ বাই ২১৬০ রেজুলিউশনে ছবি দেখাতে সক্ষম হবে।

সূত্রঃ   প্রথম আলো, ৩০/০৩/২০১২ খ্রিঃ।

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।