সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: আসছে স্পেয়ার ওয়ান মোবাইল ফোন

আসছে স্পেয়ার ওয়ান মোবাইল ফোন



বর্তমানে আমাদের নিত্যদিনের গুরুত্বপূর্ণ সঙ্গী বলতে মোবাইল ফোনকেই বোঝায়। কিন্তু এর গুরুত্বপূর্ণতা যেমন তেমন ঝক্কিও কম নয়। প্রয়োজনে ব্যবহার করতে গিয়ে দেখলেন চার্জ নেই। বিরক্তিটা তখন বোঝানোর উপায় থাকেনা।

এসকল ঝামেলা থেকে মুক্তির পথ এবার এসে গেল। খুব শীঘ্রই আসছে স্পেয়ার ওয়ান মোবাইল। এই মোবাইল চলবে মাত্র একটি ব্যাটারিতে। একবার চার্জ দিলে সেই চার্জ থাকবে একটানা ১৫ বছর। অবিশ্বাস্য মনে হচ্ছে? ৬০ পাউন্ড দামের এই মোবাইল ফোনটি বাজারে আসছে এ সপ্তাহেই। তবে একটি মাত্র অসুবিধা। এতে থাকবে না কোন ধরনের উন্নত প্রযুক্তি যেমন- ক্যামেরা, ওয়েব ব্রাউজার বা টাচ স্ক্রিণ। জরুরী প্রয়োজনে দীর্ঘ সময় ব্যবহারের লক্ষ্যেই কেবলমাত্র ফোন হিসেবে ব্যবহারের জন্যই এটি তৈরী করা হয়েছে। কোথাও গেলে নিজের গুরুত্বপূর্ণ জিনিসের জন্য দুশ্চিন্তা যাতে করতে না হয় সেজন্যই এতে অটোমেটিকভাবে জরুরি ফোন নম্বর সমূহে কল করার সুবিধা থাকছে।  স্পেয়ার মোবাইল ফোনের উদ্বোধন হবে এ সপ্তাহে লাস ভেগাসে তবে বিশ্বব্যাপী বাজারে আসবে এ বছরের শেষ নাগাদ। দাম পড়বে ৭০ ডলার।
বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক, ০৭ মার্চ 

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।