সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: প্রিন্ট হওয়া লেখাও মুছবে প্রিন্টার

প্রিন্ট হওয়া লেখাও মুছবে প্রিন্টার

এত দিন শুধু ছাপার কাজে প্রিন্টার ব্যবহার করা হলেও এবার প্রিন্ট হওয়া লেখাও মোছা যাবে প্রিন্টারে। ইতিমধ্যেই নতুন প্রযুক্তির এ প্রিন্টার তৈরির কাজ শুরু করেছে তোশিবা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন প্রযুক্তির প্রিন্টারটিতে এ সুবিধা দিতে ব্যবহার করা হবে বিশেষ ধরনের টোনার। 

এ টোনারটি প্রাথমিকভাবে পূর্বের প্রিন্ট করা লেখার ওপর একধরনের আবরণ তৈরি করবে। ফলে লেখাগুলো মুছে যাওয়ার পর পরই সে পৃষ্ঠায় পুনরায় প্রিন্ট করা সম্ভব হবে। এ প্রিন্টারের সাহায্যে একটি কাগজ সর্বোচ্চ পাঁচবার ব্যবহার করা যাবে। প্রিন্ট করার পাশাপাশি স্ক্যান সুবিধাও থাকছে প্রিন্টারটিতে। ধারণা করা হচ্ছে, প্রিন্টারটি বাজারে এলে কাগজ নষ্টের পরিমাণ অনেক কমে যাবে।  টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ইন্টারনেট

সূত্রঃ কালের কণ্ঠ, ১১ মার্চ ২০১২খ্রিঃ।

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।