সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: অ্যাজহাই এঙ্ট্রা লার্জ সাসপেনশন ব্রিজ -বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ও উচ্চতম সেতু

অ্যাজহাই এঙ্ট্রা লার্জ সাসপেনশন ব্রিজ -বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ও উচ্চতম সেতু



বিশ্বের উচ্চ ও দীর্ঘতম সেতু এখন চীনে। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ও উচ্চতম সেতু তৈরি করল ফেলল চীন। ক'দিনের মধ্যেই ১১৭৬ মিটার লম্বা এই সেতুটির উদ্বোধন করা হবে। হুনানের ডিহাংয়ের দুটি টানেলের সঙ্গে সংযোগের জন্য মাটি থেকে ৩৫৫ মিটার উঁচুতে গিরিসংকটের ওপর এই সেতুটি তৈরি করা হয়েছে। বিশ্বের সবচেয়ে দীর্ঘ ও উচ্চতম এই টানেল থেকে অন্য টানেলের মধ্যে সংযোগকারী এই সেতুটির নাম রাখা হয়েছে 'অ্যাজহাই এঙ্ট্রা লার্জ সাসপেনশন ব্রিজ'

পর্যটকরা বলছেন, এই ব্রিজটা শুধু দীর্ঘতম কিংবা উচ্চতমই নয়। বিশ্বের অন্যতম সুন্দর দৃশ্যের একটা কোলাজ। উল্লেখ্য, ৬৪ কিলোমিটার দীর্ঘ এক এঙ্প্রেসওয়ের সঙ্গে সংযোগস্থাপন করবে এই ব্রিজ। ব্রিজে দুদিক দিয়ে। চার লেনের রাস্তা থাকছে। এই এঙ্প্রেসওয়ে মোট ১৮টি টানেলের ওপর দিয়ে যাবে। ২০০৭-এর অক্টোবরে এই ব্রিজটি তৈরির কাজ শুরু হয়। চার বছরের মধ্যেই এই ব্রিজের অধিকাংশ কাজ শেষ হয়ে যায়। চলতি বছর স্প্রিং ফেস্টিভ্যালের সময় এই অ্যাজহাই ব্রিজ পদচারীদের জন্য খুলে দেয়া হয়েছিল। পর্যটকদের সুবিধার জন্য এই ব্রিজ তৈরি করা হলো বলে চীন সরকার জানিয়েছে। রাতে সুবিধার জন্য প্রায় দু'হাজার আলোকস্তম্ভের ব্যবস্থা করা হয়েছে।

সূত্রঃ   বাংলাদেশ প্রতিদিন, ২ এপ্রিল ২০১২ খ্রিঃ।

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।