সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: কান দিয়ে দেখা যাবে!

কান দিয়ে দেখা যাবে!


অবিশ্বাস্য হলেও সত্য চোখ নয়, কান দিয়ে দেখা সম্ভব! সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকরা জানিয়েছেন চোখের দৃষ্টিশক্তি না থাকলে কান দিয়েও দেখা সম্ভব। বিজ্ঞানীরা এমন একটি ডিভাইস তৈরি করেছেন, যা চোখের দৃষ্টিকেই কানের মাধ্যমে দেখিয়ে দেবে।
'ভয়েস' নামের এ ডিভাইসটি তৈরি করেছেন আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের গবেষকরা। প্রতিষ্ঠানটির বার্ষিক সভায় এ উদ্ভাবনটির বিষয়ে জানানো হয়েছে। গবেষকরা জানিয়েছেন, কোনো জিনিস চোখে না দেখলেও সে বিষয়ে পুরো ধারণা দেবে ভয়েস। দৃশ্যমান বস্তুগুলোর বর্ণনা কানে শোনাবে এবং দৃষ্টিপ্রতিবন্ধীর জন্য কোনো বিষয়ে ধারণা দেবে। গবেষক মাইকেল প্রোলাঙ জানিয়েছেন, আমরা ভাবি, শুধু চোখের মাধ্যমেই কোনো বিষয় দেখা যায়। আসলে দেখার অনুভূতিটা সৃষ্টি হয় মস্তিষ্কে। তাই চোখে দেখার অনুভূতি নষ্ট হলেও অন্য কোনো ইন্দ্রিয়ের সাহায্যে সেটি মস্তিষ্কে পৌঁছে দেওয়া সম্ভব। গবেষকরা জানিয়েছেন, 'ভয়েস' ডিভাইসটি দীর্ঘদিন ব্যবহারে অভ্যস্ত হলে চোখের দেখাটাই কান দিয়ে দেখা যাবে। 
ইন্দো-এশিয়ান নিউজ য়জুয়েল সরকার

সূত্রঃ   বাংলাদেশ প্রতিদিন, ০৭ এপ্রিল ২০১২ খ্রিঃ।

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।