নিয়মিত পিসিতে কাজ করার ফলে উইন্ডোজ নানাবিধ temporary এবং junk ফাইল সৃষ্টি করে। অল্প অল্প জমতে জমতে তা হার্ডডিস্কের বৃহত জায়গা দখল করে রাখে। এগুলো পিসি’র গতি কমিয়ে দেয় অনেকাংশে। তাছাড়া যাদের উইন্ডোজ ড্রাইভটা ছোট তাদের জন্য এটি একটি সমস্যা। তাই মাঝে মধ্যে এগুলো পরিস্কার করে হার্ডডিস্কের কিছু জায়গা যেমন উদ্ধার করা যায় তেমনি দুর্বল পিসি’র গতিও বাড়ানো যায় কিছুটা। টেম্প ফাইল পরিস্কার করার জন্য অনেক সফটওয়ার আছে। এদের মধ্যে ফ্রি একটি সফটওয়ার Wise Disk Cleaner হল । এটি একসাথে Windows 7, Windows 2008 Server, Windows Vista, Widows XP তে ব্যাবহার করা যায়।
ব্যবহার করবেন যেভাবেঃ
এটি তিনধাপে কাজ করে। যেমন Common Cleaner, Advance Cleaner, Slimming System। এ ছাড়া উপরের ডানপাশে Settings বাটনের মাধ্যমে নিজের পছন্দমত কিছু সেটিংস পরিবর্তনও করে নিতে পারেন। নিচে তিনটি অপশন নিয়ে আলোচনা করছি।
Common Cleaner: এটি উইন্ডোজের দ্বারা সৃষ্ট টেম্প ফাইলগুলো পরিস্কার করে। Wise Disk Cleaner রান করার পর এ অপশনটি চালু হয়। এ অপশনে যাওয়ার পর Start Scan বাটন এ ক্লিক করুন। তাহলে স্ক্যান করে সমস্ত টেম্প ফাইলগুলো খুঁজে বের করবে সফটওয়ারটি।
টেম্প ফাইল খুঁজে বের করার পর ফাইলগুলোর লিস্ট দেখাবে এবং Start Scan এর জায়গায় Start Cleaning বাটন আসবে। Start Cleaning বাটনে ক্লিক করুন। তাহলে অল্প সময়ের মধ্যেই টেম্প ফাইলগুলো পরিস্কার হয়ে যাবে।
Advance Cleaner: এটি পুরো হার্ডডিস্ক অর্থাৎ সবগুলো ড্রাইভের টেম্প ফাইল পরিস্কারের জন্য ব্যবহৃত হয়। আপনি চায়লে ড্রাইভ সিলেক্ট করে দিতে পারেন। এ অপশনে যাওয়ার Start Scan বাটন এ ক্লিক করুন। তাহলে স্ক্যান করে সমস্ত টেম্প ফাইলগুলো খুঁজে বের করবে সফটওয়ারটি।
টেম্প ফাইল খুঁজে বের করার পর ফাইলগুলোর লিস্ট দেখাবে এবং Start Scan এর জায়গায় Start Cleaning বাটন আসবে। Start Cleaning বাটনে ক্লিক করুন। তাহলে অল্প সময়ের মধ্যেই টেম্প ফাইলগুলো পরিস্কার হয়ে যাবে।
Slimming System: এটি ডাউনলোডকৃত ফাইল সহ আরো কিছু অপ্রয়োজনীয় ফাইল পরিস্কার করে। এ অপশনে গেলে কি কি ফাইল আপনি মুছতে পারেন তার একটি লিস্ট দেখাবে। আপনি কোনটা কোনটা রিমোভ করতে চান তা সিলেক্ট করে দিন। আমি ওয়ালপেপার বাদে বাকিগুলো রিমোভ করবো।
তারপর Slimming Down বাটনে ক্লিক করুন। তাহলে অল্প সময়ের মধ্যেই সিলেক্টেড ফাইলগুলো পরিস্কার হয়ে যাবে।
টেম্প ফাইল পরিস্কার করার জন্য Recommended, Select All, Select None তিনটি অপশন আছে। নতুন ইউজারদের জন্য Recommended টি ভাল। এটি ডিফল্টভাবে সিলেক্ট থাকে। এটিই ভাল। অভিজ্ঞরা চায়লে Select All সিলেক্ট দিয়ে স্ক্যান করতে পারেন। আর Select None টি হলো সবগুলো ডি-সিলেক্ট করার জন্য। এটি কোন কাজের অপশন নয়।
সাইলেন্ট ইনস্টলঃ
নিচের কমান্ডটি ব্যবহার করে আপনি একে সাইলেন্ট ইনস্টলও করতে পারেন।
"Wise Disk Cleaner_v7.42.exe" /verysilent /norerstart
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।