আপনার পিসিতে অনেক গোপনীয় ফাইল ফোল্ডার আছে যা সবাই দেখে বা পড়তে পারে। আপনি চাচ্ছেন সেগুলো লুকিয়ে রাখবেন যাতে কেউ দেখতে পাবে না কিংবা পড়তে পারবে না। তাহলে Wise Folder Hider হতে পারে আপনার জন্য উপযুক্ত একটি টুল। এটি দিয়ে আপনি আপনার সকল ধরনের ফাইল, ফোল্ডার অত্যন্ত যত্নসহকারে হাইড করে রাখতে পারেন। এতে পাসওয়ার্ড দেয়ার সু-ব্যস্থা আছে তাই যেকেউ ইচ্ছা করলে আপনার অবর্তমানে গোপনীয় ফাইল/ফোল্ডার আন-হাইড করতে পারবে না। এমনকি সফটওয়ারটি আন-ইনস্টল করলেও একই অবস্থা। আরো অন্যান্য সুবিধা সম্বলিত টুলটি ফ্রিতেই ব্যবহার করতে পারেন।
কিভাবে হাইড করবেনঃ
ইনস্টল করার পর ডেস্কটপ থেকে ডাবল ক্লিক করে টুলটি রান করুন। পাসওয়ার্ড দেয়ার জন্য অপশন আসবে। পছন্দমত পাসওয়ার্ড সেট করুন।
তাহলে মেইন উইন্ডো আসবে। আপনার যা যা দরকার ওটাতে ড্রাগ করে এনে ছেড়ে দিলেই কাজ হয়ে যাবে।
তাছাড়া যেকোন ফাইল/ফোল্ডারে রাইট ক্লিক করেও হাইড করার অপশন পাবেন।
হাইড করার পর আপনার সমস্ত হাইড করা ফাইলের লিস্ট ওটাতে দেখতে পাবেন।
কিভাবে আন-হাইড করবেনঃ
যখন আন-হাইড করার দরকার হবে তখন সফটওয়ারটি রান করুন। লগিইন পাসওযার্ড চাইবে। আপনার পাসওয়ার্ডটি দিন। তাহলে সফটওয়ারটি রান হবে।
সমস্ত ফাইলের লিস্ট দেখতে পাবেন।
যে ফাইল/ফোল্ডারটি আন-হাইড করা দরকার তার ডানপাশে Open মেন্যুতে ক্লিক করে Unhide এ ক্লিক করুন।
তাহলে ফাইল/ফোল্ডারটি আনহাইড হয়ে আগের অবস্থায় চলে যাবে। আপনি চায়লে Unhide না করে সরাসরি Open বাটনে ক্লিক করেও ফাইল/ফোল্ডারটি খোলতে পারেন। এতে যতক্ষণ সফটওয়ারটি ওপেন থাকবে আপনি ফাইল/ফোল্ডারটি ব্যবহার করতে পারবেন।
ইউএসবি ড্রাইভ হাইডঃ
এটি দিয়ে USBDrive ও হাইড করতে পারেন। Hide USB Drive এ ক্লিক করার পর ড্রাইভটা সিলেক্ট করে দিন। তাহলেও আগের মত সেটিও হাইড হয়ে যাবে এবং লিস্টে দেখাবে।
আনহাইড করার দরকার হলে আগের মত Open মেন্যু থেকে Unhide এ ক্লিক করুন।
সতর্কতাঃ পাসওযার্ডটি কখনো ভুলবেন না। তাহলে টাকা খরচ করে পাসওয়ার্ড উদ্ধার করতে হবে।
সাইলেন্ট ইনস্টল কমান্ডঃ আপনি চায়লে সফটওয়ারটি নিচের কমান্ড দিযে সাইলেন্ট ইনস্টলও করতে পারেন।
WFHSetup.exe /verysilent /norestart
System Requirements:
- Windows 8 (All Windows Editions, including both 32-bit and 64-bit)
- Windows 7 (All Windows Editions, including both 32-bit and 64-bit)
- Windows 2008 (All Windows Editions)
- Windows Vista (All Windows Editions, including both 32-bit and 64-bit)
- Windows 2003 (All Windows Editions)
- Windows XP (All Windows Editions, including both 32-bit and 64-bit)
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।