সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: উইন্ডোজ সেভেনে ইউএসবি নাম শো করতেছে না-সমাধান নিন

উইন্ডোজ সেভেনে ইউএসবি নাম শো করতেছে না-সমাধান নিন


আমরা সাধারণত পেনড্রাইভ, মেমরি কার্ড বা যেকোন ধরনের ইউএসবিতে নিজের নাম দিতে পছন্দ করি। কারণ পিসিতে একসাথে কয়েকটা ইউএসবি সংযুক্ত করা হলে ইউএসবিগুলোতে নাম না থাকা অবস্থায় খুঁজে বের করতে একটু অসুবিধা হয়। তাই একটা নাম দেয়া হলে ইউএসবিটি পিসিতে ঢুকানোর পর পরই নিজের দেয়া নামটি মাই কম্পিউটারে শো করে এবং ওটা দেখেই বুঝে নেয়া যায় নিজের ইউএসবি কোনটি।  সমস্যা হলো যারা উইন্ডোজ সেভেন ব্যবহার করে থাকেন তারা এ নামটি নাও দেখতে পারেন। কারণ উইন্ডোজ সেভেনে ইউএসবিগুলো অনেক সময় Removable Disk হিসেবে শো করে। তাই এর সমাধান দরকার।

ফরমেটের মাধ্যমে সমাধানঃ
সমস্যাটি দুভাবে সমাধান করা যায়। তম্মধ্যে একটি হলো পেনড্রাইভ ফরমেট করা। ফরমেট করলে সব ডাটা যে মুছে যাবে তা নিশ্চয় জানা আছে। তাই ফরমেট করার আগে ডাটাগুলো অন্যকোথাও সরিয়ে রাখুন। এবার নিচের পদ্ধতিতে ফরমেট করুন। 
প্রথেমে পেনড্রাইভটি পিসিতে সংযুক্ত করুন। এবার মাই কম্পিউটার খুলে পেনড্রাইভটির উপর রাইট ক্লিক করে ফরমেট এ ক্লিক করুন। নিচের চিত্রের মত Volume Label এর ঘরে আপনার পছন্দের নামটি দিন যেটা পেনড্রাইভে শো করবে। এবার Quick Format অপশনে চেক মার্ক দিন। সবশেষে Start এ ক্লিক করুন।

ফরমেট আপনার সব ডাটা মুছে ফেলবে এ জাতীয় মেসেজ আসবে। OK দিন। 

সবশেষে OK আসবে। OK দিন।

এখন থেকে নাম দেখা যাবে।
বিঃ দ্রঃ Format দুভাবে করা যায়। একটা হল Quick Format অন্যটি নরমাল। আমরা সাধারণত Quick Format ই করে থাকি। কারণ Quick Format করাতে সময় কম লাগে। Quick Format করার পরও অনেক সময় ডিলিটি হয়ে যাওয়া গুরুত্বপূর্ণ ডাটা ফিরিয়ে আনা সম্ভব হয়। অন্যদিকে নরমাল ফরমেট করাতে অনেক সময় লাগে। এটি ড্রাইভের সমস্ত ট্রাকগুলো মুছে ফেলে তাই এটি করার পর ডিলিটি হয়ে যাওয়া ডাটাগুলো ফিরিয়ে আনা খুব একটা সম্ভব হয় না। এটি করার সময় বিদ্যুৎ চলে যেতে পারে। আর বিদ্যুৎ চলে গেলে আপনার ড্রাইভটি ডিলিট হয়ে যাবে যা ফিরিয়ে আনতে অন্য ঝামেলায় জড়িয়ে পড়বেন। তবে এটি ছোট কোন বেড সেক্টর সারাতে কাজ করে।

অটোরান ফাইলের মাধ্যমেঃ
অটোরান ফাইল চিনে না এরকম কাউকে সম্ভবত খুঁজে পাওয়া যাবে না এখন। অনেকে এটাকে ভাইরাস হিসেবেই চিনে থাকে। তবে এটি অনেক ধরনের কাজ করে থাকে যার মধ্যে আপনার ড্রাইভের নাম শো করা একটি। Notepad খুলোন এবং নিচের কোডগুলো কপি করে পেষ্ট করে দিন।
 
[AutoRun]
Label=KAMRULCOX
icon=image.ico

উপরের কোডে KAMRULCOX এর জায়গায় আপনার পছন্দের নাম দিন। আর image.ico একটি আইকনের নাম যেটি দিয়ে My Computer এ আপনার পেনড্রাইভে পছন্দের ছবি শো করাতে পারেন। সবশেষে AUTORUN.inf নামে ফাইলটি সেভ করে আপনার পেনড্রাইভে রাখুন। এখন থেকে আপনার দেয়া নামটি দেখতে পাবেন।

AUTORUN.inf ফাইলের একটাই সমস্যা সেটি হল এটাকে ভাইরাস নিজের মত পরিবর্তন করে ফেলতে পারে। যখন ভাইরাস আক্রান্ত পিসিতে আপনার পেনড্রাইভটি ঢুকাবেন তখন ঐ ভাইরাস আপনার AUTORUN.inf ফাইলটিতে নিজের কোড দিয়ে আপনার দেয়া কোডগুলো পরিবর্তন করে দেবে। এতে AUTORUN.inf ফাইলটির আর আপনার কাজ করবে না, ভাইরাসের মত কাজ করবে। তাই উপরের ফরমেট পদ্ধতিটিই হতে পারে আপনার জন্য উপযুক্ত।

৪টি মন্তব্য:

  1. ভাই আমার পেনড্রাইভ এর এ সমস্যা ছিল আজ আপনার এখান থেকে দেখে আমার পেনড্রাইভ এর সমস্যা সমাধান করলাম।
    ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করবো না। ভাল থাকেন সুস্থ থাকেন।

    উত্তরমুছুন
  2. আপনার এই পোস্টটি আমার অনেক উপকারে আসল। ধন্যবাদ।

    উত্তরমুছুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।