বিশ্বের
এ যাবৎকালের সবচেয়ে দামি পোশাকের মধ্যে একটি সম্প্রতি ইউকের এক ফ্যাশন
শোতে প্রদর্শিত হয়েছে। চোখধাঁধানো এ পোশাকটির নির্মাতা এক ব্রিটিশ ডিজাইনার।
দীর্ঘদিনের নিরলস পরিশ্রম আর একাগ্রতা দিয়ে ডেবিই উইংহাম নামের ব্রিটিশ
নকশাকার পোশাকটি তৈরি করেছেন। সৌন্দর্য ফুটিয়ে তুলতে উইংহাম ব্যবহার
করেছেন ৫০ টুকরো দুই ক্যারেট মানের ব্ল্যাক ডায়মন্ড। এতে করে শাড়িটি
ওজনেও বেশ হয়েছে।
নকশাকার
উইংহাম জানিয়েছেন, পোশাকটির
ওজন ২৯ পাউন্ড
অর্থাৎ প্রায় ১৩ কিলোগ্রাম। ফ্যাশন শোতে প্রদর্শনের পর
পোশাকটির দামও
উঠেছে আকাশছোঁয়া! সাড়ে তিন মিলিয়ন পাউন্ড অর্থাৎ প্রায় ৪২০ কোটি
টাকা। ধারণা
করা হচ্ছে, এ
পোশাকটিই বিশ্বের সবচেয়ে দামি পোশাক। তবে দাম নিয়ে অনেকের
রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সে যা হোক, পোশাকটির বুননশৈলী ও উপাদান নিয়ে
প্রশংসার অভাব নেই। এখন অনেকে হয়তো তাকিয়ে থাকবেন কোন ভাগ্যবতী পোশাকটি
নিজের করে পায় তা দেখার জন্য।
সূত্রঃ
বাংলাদেশ প্রতিদিন, তারিখঃ ০৩ অক্টোবর ২০১২ ইং
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।