সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: বুকের ব্যথার কিছু কারণ

বুকের ব্যথার কিছু কারণ



আপনার কি কখনো বুকে ব্যথা হয়েছে? মানুষ বুকের ব্যথাকে সব সময়ই গুরুত্বসহ বিবেচনা করে থাকে। বাচ্চার বুকে ব্যথা হয়েছে মা খুব উদ্বিগ্ন। চিকিৎসার জন্য নিয়ে এসেছে এ রকম অভিজ্ঞতা অনেক মোকাবিলা করেছি। বলছিলাম বুকের ব্যথার ধরন ও কারণ যাই হোক না কেন, তাকে মানুষ মারাত্দক হিসেবেই বিবেচনা করে থাকে। যদি আপনার কখনো বুকের ব্যথা হয়ে থাকে তবে নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ব্যথা খুব বেশি হলে মনে একটা ভয় চলে আসে। মনটা অনেক উদ্বিগ্ন হয়ে যায়। ব্যাপারগুলো খুবই স্বাভাবিক, কারণ বুকের ব্যথা অনেক সময়ই মারাত্দক কারণে হয়ে থাকে। তবে কিছু কিছু ছোটখাটো কারণে যে বুকের ব্যথা হয় না তা কিন্তু নয়।

বাচ্চাদের বুকের ব্যথা সাধারণত সর্দি, ঠাণ্ডা, ফুসফুসের প্রদাহ, ভাইরাল ফিভার, বাতজ্বর, ঞই (যক্ষ্মা), হৃৎপিণ্ডে জন্মগত সমস্যা, হৃৎপিণ্ডের ভাল্বের সমস্যা, হৃৎপিণ্ডের প্রদাহ, অ্যাজমা, নিউমোনিয়া ও আঘাতজনিত কারণে হয়ে থাকে। মধ্যবয়সী মানুষের বুকের ব্যথার প্রধান কারণ হলো ইসকেমিক হার্ট ডিজিজ, ফুসফুসে প্রদাহ এবং ফুসফুসের ক্যান্সার জাতীয় সমস্যা। তবে অন্যান্য অনেক ছোটখাটো কারণ_ বাতজনিত সমস্যা, হার্টের অ্যাওরটিক ভাল্বের সমস্যা, কখনো কখনো জন্মগত হৃদরোগ এবং উপরে পেটের সমস্যা ইত্যাদি। বয়োবৃদ্ধ ব্যক্তির বুকের ব্যথার প্রধান কারণ ইসকেমিক হার্ট ডিজিজ, হার্ট ফেইলুর, ফুসফুসের প্রদাহ ও ক্যান্সার জাতীয় অসুখ, হৃৎপিণ্ডের প্রদাহ ও হৃৎপিণ্ডের চারদিকে পানি জমা হওয়া, নিউমোনিয়া, অস্থিসন্ধিতে বাত জাতীয় সমস্যা। লিভারের সমস্যা ও পেটের বড় ধরনের কোনো সমস্যার জন্য বুকে ব্যথা অনুভূত হতে পারে। কারণ ভেদে বুকের ব্যথার ধরন আলাদা হয়ে থাকে। তবে সব সময় ধরন দেখে কারণ নির্ণয় করা যায় না। ঠাণ্ডাজনিত বুকে ব্যথা মানুষ খুব সহজেই বুঝতে পারে। আরও সহজে বোঝা যায় আঘাতজনিত বুকের ব্যথা। দীর্ঘ সময় ধরে জ্বর, কাশির সঙ্গে বুকে ব্যথা থাকলে যক্ষ্মা ও নিউমোনিয়া এবং ফুসফুসের প্রদাহজনিত সমস্যা হওয়াই স্বাভাবিক।

হৃদরোগজনিত বুকের ব্যথার ধরন অন্য ব্যথা থেকে অনেকটাই আলাদা, সাধারণভাবে কাজ করতে গেলে, হাঁটতে থাকলে, সিঁড়িতে অথবা পাহাড় বেয়ে উঠতে গেলে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। বিশ্রাম নিলে বা থেমে গেলে কয়েক মিনিটের মধ্যে তা ছেড়ে যায়। খাওয়ার পরে (ভরাপেটে) এ ধরনের উপসর্গ বেশি হয়। খুব বেশি মন খারাপ থাকলে, দুশ্চিন্তাগ্রস্ত থাকলে, তাড়াহুড়া করে স্বাভাবিক কাজ করতে গেলেও এ ধরনের বুকের ব্যথা শুরু হয়ে যেতে পারে। এ ধরনের বুকের ব্যথার সঙ্গে শ্বাসকষ্ট, শরীর ফুলে যাওয়া, হার্ট ফেইলুরের লক্ষণ।



ডা. এম শমসের আলী
সহকারী অধ্যাপক,
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল।
ফোন : ০১৯৭১-৫৬৫৭৬১

সূত্রঃ বাংলাদেশপ্রতিদিন, তারিখঃ ০৬ অক্টোবর-২০১২

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।