সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: এক ঘুমেই ৬৪ দিন!

এক ঘুমেই ৬৪ দিন!



যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ১৭ বছর বয়সী সুন্দরী নিকোল ডেলিয়েন। দিনে ১৯ ঘণ্টা পর্যন্ত ঘুমান তিনি! এর মধ্যে একবার ঘুমিয়েই কাটিয়ে দেন ৬৪ দিন! তবে এটা টানা ঘুম নয়। ঘুমের মধ্যেই খাওয়া-দাওয়ার কাজ সেরেছেন। ডেলিয়েন আসলে ঘুমের ক্ষেত্রে একধরনের অস্বাভাবিকতায় ভুগছেন, যাকে চিকিসাবিজ্ঞানের ভাষায় বলা হয় ক্লেইন-লেভিনবা স্লিপিং বিউটি সিনড্রম।

ডেলিয়েনের মা ভিকি বলেন, ডেলিয়েন কখন জেগে থাকেন বা কখন ঘুমান, তা মাঝেমধ্যে বুঝতেই পারেন না তিনি। কারণ, ঘুমের মধ্যেই হাঁটা, খাওয়া-দাওয়াসহ প্রয়োজনীয় কাজ সারেন তিনি। ভিকি অনেক হাসপাতাল ঘুরে মেয়েকে নিয়ে যান পিটসবার্গের অ্যালেগহেনি জেনারেল হাসপাতালে। সেখানে চিকিসা নেওয়ার পর তাঁর একটানা ঘুমের প্রবণতা কমেছে। ডেলিয়েনের মতো অসুস্থরা সাধারণত দৃষ্টিভ্রম বা কল্পিত কিছু দেখা, শিশুতোষ আচরণসহ এ ধরনের নানা জটিলতায় ভোগেন। হেরাল্ড সান

সূত্রঃ প্রথম আলো, ২০ নভেম্বর ২০১২ ইং

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।