অ্যান্ড্রয়েড-নির্ভর
সাশ্রয়ী দামের একটি নতুন স্মার্টফোন বাজারে আনছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি। সনি এই স্মার্টফোনটির নাম রেখেছে- ‘এক্সপেরিয়া ই’। এক খবরে এনডিটিভি জানিয়েছে, সাড়ে তিন ইঞ্চি মাপের এইচভিজিএ ডিসপ্লেযুক্ত ‘এক্সপেরিয়া ই’ স্মার্টফোনটিতে থাকবে ১ গিগাহার্টজের
স্ন্যাপড্রাগন প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম, ৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরি, ৩.২ মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে থাকবে
অটোফোকাস সুবিধা। ‘এক্সপেরিয়া ই’ সিরিজের নতুন
আরেকটি মডেল দুই সিম সমর্থন করবে।
এছাড়া
এ
স্মার্টফোনটি অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ জেলি
বিন-ও সমর্থন করবে। ২০১৩ সালের শুরুতেই
বাজারে আসবে সনির সাশ্রয়ী ‘এক্সপেরিয়া ই’ সিরিজের স্মার্টফোন।
সূত্রঃ প্রথম আলো, ০৬ ডিসেম্বর ২০১২ ইং
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।