দশমিক
৩২ ইঞ্চি পুরু ও এক দশমিক ২১ পাউন্ড ওজনের একটি উইন্ডোজ ট্যাবের মডেল বাজারে আনার
ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। স্যামসাংয়ের দাবি, ‘অ্যাটিভ ট্যাব ৩’ নামের
এ ট্যাবলেটটিই বিশ্বের সবচেয়ে পাতলা ট্যাবলেট। এক খবরে এ তথ্য জানিয়েছে ম্যাশেবল।
উইন্ডোজনির্ভর ১০ দশমিক এক ইঞ্চি মাপের ‘অ্যাটিভ ট্যাব ৩’ ট্যাবলেটটিতে রয়েছে ইনটেলের দ্রুতগতির ক্লোভার ট্রেইল চিপ। এতে ফটোশপের পূর্ণ সংস্করণ ও মাইক্রোসফটের অফিস সফটওয়্যার ব্যবহার করা যায়। সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে উইন্ডোজনির্ভর বিশ্বের সবচেয়ে হালকা-পাতলা ট্যাবটির পাশাপাশি ‘অ্যাটিভ কিউ’ নামের একটি হাইব্রিড ট্যাব বাজারে আনারও ঘোষণা দিয়েছে স্যামসাং। অ্যাটিভ কিউ ট্যাবলেটটি উইন্ডোজ ও অ্যান্ড্রয়েড দুটি অপারেটিং সিস্টেমই সমর্থন করে। নতুন ট্যাবলেটগুলোর দাম সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি স্যামসাং।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।