গাড়ি চালানোর সময়
চালকদের মনোযোগ ধরে রাখতে বিশেষ ধরনের হেডস আপ ডিসপ্লে বা এইচইউডি প্রযুক্তি বাজারে আনছে যুক্তরাষ্ট্রের গারমিন নামের একটি প্রতিষ্ঠান। স্মার্টফোনের অ্যাপ্লিকেশন থেকে
উইন্ডশিল্ডে নেভিগেশন প্রদর্শন করতে পারবে গারমিনের এ প্রযুক্তি। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।
গারমিনের গবেষকেদের তৈরি সহজে স্থানান্তরযোগ্য এইচইউডি চালককে দিকনির্দেশনা ও সড়কের নানা তথ্য উইন্ডশিল্ডে দেখাতে পারবে। আইফোন, অ্যান্ড্রয়েড কিংবা উইন্ডোজ ফোনের জন্য তৈরি গারমিন অ্যাপ্লিকেশন দিয়ে এ ডিসপ্লে চালানো যাবে। ডিসপ্লে থেকে প্রদর্শিত তথ্য উইন্ডশিল্ডে লাগানো বিশেষ রিফ্লেক্টর লেন্সে বা প্লাস্টিক ফিল্মে ধরা পড়বে। স্মার্টফোনের স্পিকার বা গাড়ির স্টেরিও ব্যবহার করে রাস্তার নেভিগেশন সংশ্লিষ্ট ধারাবর্ণনাও শোনা যাবে। দিন বা রাতের যেকোনো সময় এ ডিসপ্লে স্বয়ংক্রিয় মানিয়ে নেবে যাতে চালক অনায়াসে তথ্যগুলো দেখে নিতে পারেন। গারমিনের গবেষকেরা জানিয়েছেন, ভবিষ্যতে স্বয়ংক্রিয় গাড়ি ব্যবস্থার জন্য এইচইউডির মতো প্রযুক্তি দরকার। ভবিষ্যতে এ প্রযুক্তি গাড়িতে আগে থেকেই যুক্ত থাকবে। গাড়ির প্রযুক্তি নির্মাতারা গাড়িতে নতুন প্রযুক্তি ব্যবহারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।