সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: মোবাইল এবার চোখ দিয়েই মালিককে চিনে নেবে

মোবাইল এবার চোখ দিয়েই মালিককে চিনে নেবে



চোখ দিয়েই মালিককে চিনে নেবে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন এস-৫। আগামী এপ্রিলে বাজারে আসছে এটি। নানা সুবিধার পাশাপাশি এ স্মার্টফোনে থাকছে বিশেষ আই-স্ক্যানার সুবিধা। এটি দিয়ে চোখ স্ক্যান করার মাধ্যমে স্মার্টফোনের নিরাপত্তা বাড়ানো যাবে। এর আগে স্মার্টফোনের বাজারে স্যামসাংয়ের অন্যতম প্রতিদ্বন্দ্বী অ্যাপল গত বছর আইফোন-৫ এসে আঙুলের ছাপ শনাক্ত করার (ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার) প্রযুক্তি যোগ করেছিল। অ্যাপলের এ প্রযুক্তি গ্রাহকদের মাঝে বেশ সাড়া জাগিয়েছে। তাই স্যামসাংও একই ধরনের প্রযুক্তি সুবিধাযুক্ত স্মার্টফোন বাজারে ছাড়ছে বলে মন্তব্য বাজার বিশেষজ্ঞদের। এর আগে অবশ্য স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের স্মার্টফোনগুলোতে স্মার্ট আই নামে বিশেষ একটি প্রযুক্তি যোগ করা হয়েছিল। এর সাহায্যে গ্রাহক নির্দিষ্ট সময় যতক্ষণ পর্দায় তাকিয়ে থাকেন, ততক্ষণ পর্দা চালু থাকে। দৃষ্টি সরিয়ে নিলে পর্দার আলো নিভে যায়। এটিও গ্রাহকদের পছন্দের তালিকায় রয়েছে।


স্যামসাংয়ের মোবাইল ফোনসেট ব্যবসায় বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট লি ইয়ং হি জানান, আই-স্ক্যানার সুবিধাযুক্ত গ্যালাক্সি এস-৫ এবং গ্যালাক্সি গিয়ার স্মার্টওয়াচের নতুন একটি সংস্করণ একসঙ্গেই বাজারে আসবে। এর আগের এস-৩ ও এস-৪-এর নকশা একই রকমের হলেও এবার এস-৫-এ কিছুটা পরিবর্তন আসছে। মূল পর্দা ও খাপেও থাকছে বিশেষ পরিবর্তন। গ্যালাক্সি সিরিজের স্মার্টফোনগুলো বাজারে এসেই বেশ জনপ্রিয় হয়ে ওঠে। বাজারে ছাড়ার এক মাসের মধ্যে এক কোটি এস-৪ বিক্রি হয়। এস-৫ ফোনও একইভাবে বাজারে সাড়া ফেলতে পারবে বলে আশা করছে স্যামসাং। 


গিজম্যাগ অবলম্বনে কাজী আলম

সূত্রঃ প্রথম আলো, ১৩ জানুয়ারী ২০১৪

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।