আপনার লেখার গতি যদি
নির্ভুলভাবে মিনিটে ৪০-৫০ হয়ে থাকে তাহলে
পোষ্টটি আপনার জন্য খুব সহায়ক নাও হতে পারে।
এটি বিশেষ করে বেশি লেখা কিন্তু টাইপিং এর গতি কম সেই রকম ইউজারদের জন্য বেশি
উপকারী হতে পারে। ধরুন আপনাকে কেউ একটা
বই দিয়ে বলল পুরো বইটি টাইপ করে দিতে হবে।
অনেকগুলো পাতা মানে অনেক লেখা।
এত লেখা দেখে আমার মত টাইপিং গতি হলে বিষয়টা নিশ্চয় আকাশ ভেঙ্গে পড়ার মত লাগবে
আপনার কাছে। হ্যাঁ, আসলে আমাদের
কাছে কখনো কখনো অনেক বেশি লেখা টাইপ করার প্রয়োজন দেখা দেয়।
বিশেষ করে যারা Online
Earning এ Data Entry ধরেনর কাজ করে থাকেন
তাদের কাছে এটি বেশি জরুরী।
সমস্যাটি’র
সবচেয়ে সহজ উপায় নিয়ে লিখবো আমি এখানে।
প্রথমে বইটি থেকে আপনার
দরকারী পাতাগুলোর ছবি তুলে নিন।
ছবির কাজটি করার জন্য আপনি Scanner Machine ব্যবহার করতে পারেন।
অথবা ভালমানের কোন মোবাইল দিয়ে ছবি তুলেও ছবিগুলো সেভ করে নিতে পারেন আপনার
কম্পিউটারে। ধরে নিলাম আপনি ছবি
তুলে রেখেছেন এবং ছবি থেকে Text গুলো কপি করবেন।
এখন আপনার দরকার হবে Optical Character
Recognition (OCR) Software। বিভিন্ন সুবিধা
সম্বলিত Free
আর Professional
এর ভিতর অনেক সফটওয়ারই আপনি পাবেন।
তবে আমার দেখা সবচেয়ে সহজ দুটি ফ্রী সফটওয়ার নিয়ে আমি এই টিউটোরিয়ালটি লিখবো যা
আপনাকে অবিশ্বাস্য ফলাফল দিতে পারে।
Microsoft One Note:
এটি MS Office এর
একটি Software
যা Word, Excel এর সাথে থাকে।
এই কাজের জন্য One
Note কে আমার কাছে একটি সেরা Software
মনে হয়েছে।
Office 2007 থেকে
Software টিকে
MS Office এ
সংযুক্ত করা হয়েছে। তাই আপনার কাছে Office 2007
বা তার পরবর্তী ভার্সন থাকলে আপনি Software টি ব্যবহার করতে পারেন। আমি আমার টিউটোরিয়ালে Office 2013 থেকে
এটি ব্যবহার করেছি।
১। MS Office এর Group থেকে MS Word এর
মত করে One
Note রান করুন।
২।
এবার আপনার ছবিটি Drag করে
এর উপর ছেড়ে দিন।
৩।
ছবিটি’র
উপর Right
Click করে Copy Text from Picture এ ক্লিক করুন। তাহলে আপনার লেখাগুলো কপি হবে।
ছবিটি’র
উপর ক্লিক করার সাথে সাথে পুরো page টি Rectangular Selected হবে। আপনি ইচ্ছা করলে পুরো পেজটি না নিয়ে Rectangular Selection
দিয়ে নির্দিষ্ট কোন টেক্সও সিলেক্ট করতে পারেন।
৪।
এবার Word Pad
বা MS Word খোলে সেখানে Paste
(Ctrl+V) কমান্ড
দিন। তাহলে আপনার লেখাগুলো
পেষ্ট হয়ে যাবে। তারপর নিজের মত করে
সেভ করে নিন।
Free OCR to Word:
ফ্রীতে এটি আরেকটি
দারুন OCR
Tool।
Software টি
রান করলে বইয়ের মত দুটি পেজেই এটি রান হয়।
কোন ছবি ওপেন করলে বামপাশের পেজে ছবি এবং ডানপাশের পেজে টেক্সটগুলো দেখা যায় যার
মাধ্যমে আপনি ছবির সাথে আপনার Text গুলো মিলিয়ে দেখতে পারবেন।
২।
ছবিটি ওপেন হবে নিচের মত।
৩। OCR Button এ ক্লিক করে একটু
অপেক্ষা করুন।
৪।
কিছুক্ষণ পরই আপনার ছবিটির স্ক্যান শেষ হয়ে ডানপাশে এর টেক্সটগুলো দেখা যাবে। টেক্সটগুলো আপনি মাউস দিয়ে সিলেক্ট করতে
পারবেন। প্রয়োজনে মিলিয়ে দেখুন
ছবির সাথে। তারপর উপরে Export Text into Microsoft
Word বাটনে ক্লিক করে Text গুলো আপনার পছন্দের কোন
জায়গায় Save করতে
পারেন।
৫।
শুধু Microsoft
Word নয় ইচ্ছা করলে Notepad দিয়েও সেভ করতে পারবেন Save Text বাটনের
মাধ্যমে। আরো অনেক অপশন রয়েছে
যা আপনার প্রয়োজনমত ব্যবহার করতে পারেন।
সীমাবদ্ধতাঃ
এ পদ্ধতিতে বাংলা লেখা
কপি করা যায় না।
Handwriting এর
ক্ষেত্রেও একই অবস্থা।
এর মাধ্যমে ১০০% শুদ্ধ টেক্সট নাও আসতে পারে।
কারণ সফটওয়ারগুলো ছবিতে থাকা বিভিন্ন ডটগুলোকে স্ক্যান করে তাকে Letter এর
রূপ দেয় মাত্র। সুতরাং আপনার ছবিতে
লেখা ছাড়া অন্য কোন দাগ থাকলে সেটাকেও Letter হিসেবে তৈরি করার
চেষ্টা করবে সফটওয়ারগুলো।
সে ক্ষেত্রে আপনার বানান সমস্যা হতে পারে।
তাছাড়া সফটওয়ারগুলোর মাধ্যমে ছবি থেকে Exact Format পাওয়া যাবে না। যেমন Table, Bold, Italic ইত্যাদি
জিনীসগুলো হুবহু নাও আসতে পারে।
তাই সেভ করার পর লেখাগুলোকে নিজের মত করে Formatting করে নিতে হবে। তবে টেক্সট এর ক্ষেত্রে অবশ্যই দারুন
সফলতা পাবেন আপনি। এমনকি ছবি ঝাপসা হলেও।
Download: Homepage,
thanks
উত্তরমুছুনছবি থেকে বাংলা লেখা কপি করবো কিভাবে?
উত্তরমুছুনবাংলার জন্য তেমন ভাল কোন ব্যবস্থা নেই ভাই।
মুছুনবিশেষ কিছু কপি করার সফটওয়্যার
উত্তরমুছুনThis is the Best Image to Text Extractor tool : https://editboxpro.com/image-tot-text
উত্তরমুছুন