সম্প্রতি গ্যালাক্সি
নোট প্রো ট্যাব এবং নোট থ্রি নিও ফ্যাবলেট বাজারে এনেছে স্যামসাং ইলেকট্রনিকস
বাংলাদেশ। অ্যান্ড্রয়েডনির্ভর দুটি মডেলের ট্যাবলেটে রয়েছে উন্নত বেশ কিছু ফিচার। গ্যালাক্সি
নোট প্রো ট্যাবলেটে রয়েছে ১২.২ ইঞ্চি মাপের ডব্লিউকিউএক্সজিএ টিএফটি ডিসপ্লে, অক্টা
কোরের প্রসেসর ও অ্যান্ড্রয়েডের কিটক্যাট অপারেটিং সিস্টেম সুবিধা। এই ট্যাবটির
বিশেষ ফিচার হচ্ছে মাল্টি উইন্ডো ব্যবহারের সুযোগ। ট্যাবটি এস পেন ব্যবহার করেও
চালানো যায়। এতে রয়েছে বিল্ট ইন হ্যানকম অফিস সুবিধা যা ব্যবহারকারীদের অফিস
সফটওয়্যার যেমন এক্সেল,
ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট
ইত্যাদি ব্যবহারের সুবিধা দিতে পারে।
স্যামসাংয়ের
হেক্সাকোরের (কোয়াড কোর ১.৩ গিগাহার্টজ ও ডুয়াল কোর ১.৭ গিগাহার্টজ) পণ্য হচ্ছে
গ্যালাক্সি নোট থ্রি নিও। সাড়ে পাঁচ ইঞ্চি মাপের ফ্যাবলেটটিতে রয়েছে স্যামসাং এস
পেন স্টাইলাস এবং এয়ার কমান্ড অ্যাকশন মেমো, স্ক্র্যাপবুক, স্ক্রিন
রাইট, এস ফাইন্ডার,
পেন ভিউ, এস নোট এবং
মাল্টি উইন্ডোর মতো ফিচার। এই ফ্যাবলেটটিতে রয়েছে এলইডি ফ্ল্যাশ সহ ৮ মেগাপিক্সেল
ক্যামেরা এবং ১৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। গ্যালাক্সি নোট প্রো
ট্যাবলেটটি দাম ৭৯ হাজার ৯০০ টাকা। এটি ছয়
হাজার ৬৫৮ টাকায় এক বছরের কিস্তিতেও কেনা যাবে। গ্যালাক্সি
নোট থ্রি নিও ফ্যাবলেটটির দাম ৪৭ হাজার টাকা। এটি সাত
হাজার ৮৩৩ টাকায় ছয় মাসের কিস্তিতে কেনার সুযোগ রয়েছে।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।