সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: মোটরসাইকেল চুরি ঠেকাতে নতুন প্রযুক্তি

মোটরসাইকেল চুরি ঠেকাতে নতুন প্রযুক্তি


মোটরসাইকেলের চুরি ঠেকাতে নতুন মোবাইল-প্রযুক্তি নিয়ে কাজ করছেন গবেষকেরা এই পদ্ধতিতে কেউ মোটরসাইকেল স্পর্শ করলেই সতর্ক হয়ে যেতে পারবেন মালিক এবং চুরি হওয়া মোটরসাইকেলের সব তথ্য ফোনে পাবেনএক খবরে এ তথ্য জানিয়েছে আইএএনএস মোটরসাইকেল বা বাইক চুরি ঠেকাতে অনেকেই ট্র্যাকার প্রযুক্তির নাম শুনেছেন, আবার অনেকেই এ প্রযুক্তি ব্যবহারও করেছেনএবার যুক্তরাষ্ট্রের অটোমোবাইল বিশেষজ্ঞরা মোটরসাইকেল চুরি রোধে কোরনামের নতুন একটি প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন

গবেষেকেদের দাবি, তাঁদের উদ্ভাবিত পদ্ধতিতে মোটর সাইকেল চুরি করতে গেলে বা কেউ মোটর সাইকেল স্পর্শ করলেই সঙ্গে সঙ্গে মোবাইল ফোনে বার্তা পেয়ে যাবেন ব্যবহারকারী ম্যাসাচুসেটসভিত্তিক স্করপিও সাউন্ডস তৈরি করেছে কোরসিস্টেম, যা আইওএস বা অ্যান্ড্রয়েডচালিত মোবাইল ফোন ব্যবহারকারীদের কাছে বার্তা পৌঁছে দিতে পারেএই পদ্ধতিতে বাইকের সঙ্গে একটি বিশেষ মডিউল সেট করে রাখতে হয় যা ব্যাটারি থেকে শক্তি সংগ্রহ করেএটি গাড়ির চার্জ স্ট্যাটাস মনিটর করে এবং বার্তা পাঠায়গাড়ি যদি চুরি হয় তখন দ্রুত এই মডিউলটি স্বয়ংক্রিয় ইমারজেন্সি মোডে চলে গিয়ে একটি পিন কোড তৈরি করে এবং গাড়ির অবস্থান জানাতে পারেবাইকের ব্যাটারি সরিয়ে ফেলা হলেও কোরসিস্টেমটি ব্যাকআপ পাওয়ার ব্যবহার করে তথ্য পাঠাতে পারে। বিস্তারিত জানতে পারবেন স্করপিওর (http://ridescorpio.com/) ওয়েবসাইটে



সূত্রঃ প্রথম আলো, ১৩ মে ২০১৪

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।