সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: আযানের ধ্বনিতে ফোটে আযান ফুল!

আযানের ধ্বনিতে ফোটে আযান ফুল!


প্রকৃতির অনেক অদ্ভুত আচরণ আছেযার বৈজ্ঞানিক তেমন কোনও ব্যাখ্যা পাওয়া যায় নাআর প্রকৃতির আচরণ যদি ধর্মীয় কাজের সঙ্গে সম্পৃক্ত থাকে তবে বলতেই হয়, সৃষ্টিকর্তার কী অপার মহিমা! তেমনই একটি ফুল আযান ফুলআযানের ধ্বনিতে ফোটে এই ফুল

সিএনএন'র রিপোর্ট বলা হয়েছে, আজারবাইজানের এক মুসলিম গ্রামে মোহাম্মদ রহিমের বাগানে এক ধরনের ফুল রয়েছে, যা আযানের ধ্বনিতে ফোটেএই ফুল প্রতি পাঁচ ওয়াক্তে আযানের ধ্বনিতে ফোটেআযানের পর আবার বন্ধ হয়ে যায় আযানের প্রতিটি বাণীর ছন্দে ফুলগুলো প্রস্ফুটিত হয়ফজর, যোহর, আসর, মাগরিব এবং এশা প্রত্যেক ওয়াক্তে আযানের বাণী যেন ফুলগুলোকে জাগ্রত করে ইবাদতের জন্যআর তাই ফুলটির নাম দেওয়া হয়েছে আযান ফুলপৃথিবীর হয়তো বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে এই বিরল প্রজাতির আযান ফুল



সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন, ১০ মে ২০১৪

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।