সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: দুধের বদলে বিয়ারে অভ্যস্ত দু'বছরের শিশু!

দুধের বদলে বিয়ারে অভ্যস্ত দু'বছরের শিশু!


'ওয়াইন বিবার' নামে খ্যাত চীনের দুই বছরের একটি শিশুর সকালে উঠেই তার কান্না এক বোতল বিয়ারের জন্যআর দুপুরে খাওয়ার পর আবার চাই একটু ওয়াইন! শুনে অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথাএইটুকুন একটা বাচ্চা দুধের বদলে বিয়ার খায়!

ঘটনাটি হল, চিং চিং নামের এই শিশুটি দুধ খেতে চায় নাদুধ খেলে নাকি তার পেট, মন কিছুই ভরে নাএক বোতল বিয়ার সে নাকি অনায়াসেই খেয়ে ফেলেনেশা করেও তার পা একটুও টলমল করে না দিব্যি ছুটে বেড়ায় গোটা বাড়ি মাত্র দশমাস বয়সেই নাকি প্রথম চেখে দেখেছিল ওয়াইনতারপর থেকেই সে দুধ ছেড়ে অ্যালকোহলের প্রেমে পড়ে যায়বাড়িতে  খাবার টেবিলের উপর রাখা ছিল সেই ওয়াইনের বোতলমার কাছে সেই বোতল হাতে নেওয়ার বায়না ধরে চিং চিংতখন সে ওয়াইন খেয়েছিল নিজের অজান্তেইকিন্তু এখন সে খায় জেনে বুঝেই
তার মা-বাবা বলেন, 'ছেলে এতো জেদি যে বারণ করলেও কথা শোনেনাওয়াইন বা বিয়ার কিছু একটা না দিলে সে কোনও খাবারই খেতে চায় না' ছেলের ভয়ে বিয়ার, ওয়াইনের বোতল প্রায় বাড়িতে লুকিয়ে রাখা হয়তবুও রক্ষে নেই মনোবিজ্ঞানীদের মতে, বাড়ির বড়দের দেখেই শিশুদের মনে নেশা করার আগ্রহ হয়তাদের কাছ থেকে যতবেশি লুকিয়ে রাখা হবে তত বেশি করে এই প্রবণতা বৃদ্ধি পাবেএই সমস্যার সমাধান হিসাবে তাঁরা জানিয়েছেন, ওয়াইনের বোতলের মধ্যেই চিং চিংয়ের খাবার ঢেলে রাখা উচিততাহলে যদি কিছুটা সমস্যার সমাধান হয় চিং চিং কে নিয়ে শিশুচিকিত্সকের কাছেও গিয়েছেন তার বাবা-মাতার শারীরিক বিভিন্ন পরীক্ষাও করা হয়েছে৷ কিন্তু কোনও রকম সমস্যাও ধরা পরেনিএখন সারাদিন বিয়ার আর ওয়াইনেই ডুবে থাকে চিং চিং 


সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন, ২৮ জুন ২০১৪

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।