সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: মার্কিন সেনাদের মাথায় যুক্ত হচ্ছে বিশেষ চিপ

মার্কিন সেনাদের মাথায় যুক্ত হচ্ছে বিশেষ চিপ


যুক্তরাষ্ট্রের সেনাদের মানসিক অবস্থা এবং গতিবিধি পর্যবেক্ষণের জন্য একটি বিশেষ ধরনের নিউরাল চিপ তৈরি করা হচ্ছেবিশেষ কোনো মিশনের আগে সেনারা অতিরিক্ত মানসিক চাপের মধ্য দিয়ে যায়সে ক্ষেত্রে সেনাদের মানসিকতায় স্থিতিশীলতা আনার লক্ষ্যে তাদের মস্তিষ্কে এই বিশেষ  নিউরাল চিপটি যুক্ত করা হবে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন দেশটির ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সি ডারপা'র সঙ্গে যৌথভাবে এমন একটি প্রকল্প  নিয়ে কাজ করছেএজন্য খরচ পড়বে ১২ মিলিয়ন ডলারইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাব অ্যান্ড মেডিট্রোনিক ডিপার্টমেন্টের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং মেকান্ট্রোনিক্স বিভাগ যৌথভাবে এই নিউরাল চিপটি নিয়ে কাজ করছে 

চিপটি সেনাদের মস্তিষ্কের ভেতরে ঢুকিয়ে দেওয়া হবেতারপর এটি মস্তিষ্কের গ্রে ম্যাটারের ভাঁজে নিজের একটি অবস্থান তৈরি করে নিবেএতে সেনাদের বিভিন্ন মানসিক অবস্থার ইলেকট্রিক সিগন্যালকে ধারণ করে পরবর্তী সময়ে তাদের মানসিক অবস্থা, চিন্তাধারা কিংবা বর্তমান মানসিক পরিস্থিতি বোঝা যাবেপেন্টাগন জানিয়েছে, আগামী পাঁচ বছরের মধ্যে তারা চিপটির প্রোটোটাইপ হাতে পাবেএর মাধ্যমে সেনাদের যুদ্ধ পরিস্থিতি কিংবা অন্যান্য বিশেষায়িত মিশনের প্রাক্কালে মানসিক অবস্থার উন্নতি করা সম্ভব হবে এদিকে, মানবাধিকার এবং যুদ্ধবিরোধী সংস্থাগুলো বলছে,  ব্রাডিং এবং স্নোডেনের মতো সেনাদের নানাবিধ অসামরিক কার্যকলাপের ফলশ্রুতিতে ভবিষ্যতে যাতে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে না হয় সেজন্য চিপটি তৈরি করছে পেন্টাগনএতে করে সেনাদের ব্যক্তিসত্তা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে অপরদিকে পেন্টাগন বলছে, সেনাদের মধ্যে যুদ্ধ পরবর্তী মানসিক সমস্যা মোকাবেলার জন্যই বিশেষ এই চিপটি তৈরি করার চিন্তা করছে তারা

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন, ১১ জুন ২০১৪খ্রিঃ


0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।