রাস্তাটি মাটি থেকে প্রায় ১০০০ ফিট উঁচুতে। আর সেটা পাহাড়ের গা বেয়ে ভাঙাচোরা, সরু রাস্তা। একটু বেখেয়াল হলেই মৃত্যু অনিবার্য। স্পেনের দক্ষিণের একটি গ্রামে অবস্থিত অ্যালোরার এল ক্যামিনিটো ডেল রে
বা 'দ্য লিটল পাথওয়ে'। বর্তমানে এটিই বিশ্বের সবচেয়ে বিপজ্জনক
হাঁটার রাস্তা। অবশ্য রাস্তাটি বেশি দীর্ঘ নয়। মাত্র
তিন কিলোমিটার! আর প্রস্থে মাত্র তিন ফিট। নিচে
নদী। এটি মূলত সংযোগ স্থাপন করেছে দুটি
পাহাড়ি ঝরনাকে।
বিপজ্জনক
এই
রাস্তাটি তৈরি ১৯০১ সালে। একটি
হাইড্রোইলেক্ট্রিক প্ল্যান্ট তৈরির সময় এটি নির্মিত হয়। ২০০০ সালে
দুজন আরোহী এই রাস্তা থেকে পড়ে মারা যান। তারপর থেকে সরকারিভাবে এখানে
চলাচল নিষিদ্ধ। তারপরও মাঝে মাঝে অ্যাডভেঞ্চারপ্রিয় মানুষ সেখানে যান। আর তাদের কথা ভেবেই সম্প্রতি রাস্তাটির
কিছু সংস্কার কাজ হচ্ছে। চেষ্টা চলছে ট্যুরিস্ট স্পট বানানোর।
সুত্রঃ বাংলাদেশপ্রতিদিন, ১০ জুন,২০১৪
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।