সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: ৪০ কেজি খেয়েও ক্ষুধা মেটে না!

৪০ কেজি খেয়েও ক্ষুধা মেটে না!


সুমন খাতুন সপ্তাহে প্রায় ৪০ কেজি খাবার খাবার খেয়েও তার ক্ষুধা মেটে নাবয়স মাত্র ৯, কিন্তু এ বয়সেই তার ওজন ৯২ কেজিএ বয়সের একটি শিশুর স্বাভাবিক ওজনের থেকে সুমন খাতুনের ওজন পাঁচ গুণ বেশি

পরিবার সূত্রে জানা যায়, সপ্তাহে ১৪ কেজি চালের ভাত, ৮ কেজি আলুর তরকারি, ৮ কেজি মাছের তরকারি আর ৪৫ হালি কলা খায় সেএগুলো ছাড়াও মিষ্টি, কেকসহ অন্যান্য খাবারও কম যায় না তার পেটেতার পরও তার পেটে ক্ষুধা থেকেই যায় নিজের মুখেই সুমন জানায়, অতিরিক্ত খাওয়ার ফলে তার শরীর অনেক বেশি মুটিয়ে গেছেযে কারণে উঠতে, বসতে এমনকি শুয়ে থাকতেও তার অনেক কষ্ট হয়এছাড়া স্কুলে কিংবা পাড়ার খেলার মাঠে সঙ্গীদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না সে। সুমনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সুমনের খাওয়া কমানোর চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছেনমেয়ের এমন ওজন নিয়ে বেশ চিন্তিত মা বেলি বিবিতিনি বলেন, 'আমার অন্য সন্তানরা স্বাভাবিক, তবে সুমনের ভবিষ্যত নিয়ে আমি উদ্বিগ্ন' সুমনের ওজন কমানোর জন্যও স্থানীয় চিকিৎসকদের শরণাপন্ন হয়েছিলেন তারাচিকিৎকরা জানান সুমনের হাইপারথাইরয়ডিজমের সমস্যা থাকতে পারেতবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষা নিরীক্ষার পরামর্শ দেন তারা


সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন, আগস্ট ০, ২০১৪

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।