সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: সেরা ৬০ দাড়িওয়ালার তালিকায় মহিলা - ভিডিও সহ

সেরা ৬০ দাড়িওয়ালার তালিকায় মহিলা - ভিডিও সহ


হরমনোর ভারসাম্যহিনতার কারণে অনেক সময়ই মেয়েদের মুখে দাড়ি গজায়তবে সেটা অনেকেই ঢেকে রাখতে চানএর জন্য ওষুধ ব্যবহার করেনআর চেস্টা করেন বিষয়টা যেনো লোকজনের মুখে মুখে না রটে কিন্তু যুক্তরাজ্যের এক মহিলা এ ক্ষেত্রে ভিন্নতিনি তার মুখে গজানো দাড়িগুলো না কেটে বারতে দিয়েছেনআর বারতে বারতে তিনি বিশ্বের সেরা ৬০ দাড়িওয়ালার তালিকায়ও স্থান করে নিলেনসেরা ৬০ দাড়িওয়ালার পোট্রেট প্রদর্শিত হবে লন্ডনে

hornum courব্রিটিশ এই মহিলার নাম হরনাম কউরতিনি ধর্মান্তরিত শিখএ ধর্মে দাড়ি কাটা নিষেধ বলেই তিনি কাটেননি হরমোনের ভারসাম্যতার সমস্যার কারণে ১১ বছর বয়সে দাড়ি গজায় হরনামেরবহু কটাক্ষের পরও নিজের দাড়ি কাটেননি তিনিপলিসিস্টিক ওভারি সিনড্রোমের কারণে প্রথমে মুখে দাড়ি গজায় হরনামেরপরে তা হাত ও বুকেও ছড়িয়ে পড়েহরনাম জন্মসূত্রে শিখ ছিলেন নাকিন্তু স্কুল, কলেজে তার এ দাড়ি নিয়ে ক্রমাগত কটাক্ষ করা হতোএমনকি ইন্টারনেটেও খুনের হুমকি পাওয়ার পর তিনি শিখ ধর্মে রূপান্তরের সিদ্ধান্ত নেনশিখ ধর্মে চুল এবং দাড়ি কাটা নিষিদ্ধ ২৩ বছরের শিক্ষিকা হরনাম বললেন, আমি আর কখনো শিখ ধর্ম ত্যাগ করবো নাদাড়িও কাটবো নাকারণ ভগবান আমাকে এভাবেই তৈরি করেছেন এবং নিজেকে নিয়ে আমি খুশিআমি নিজেকে ভালবাসতে শিখেছি আর এখন কোনো কিছুই আমাকে টলাতে পারবে নাইউটিউবের মাধ্যমে নিজের বক্তব্য জানিয়েছেন হরনাম ফটোগ্রাফার ব্রুক এলব্যাঙ্ক জানালেন, ইন্টারনেটে অসাধারণ মানুষদের খুঁজে বের করি আমরাহরনাম সত্যিই একজন অসাধারণ মানুষহরনাম যেভাবে নিজেকে গ্রহণ করেছেন তা অভাবনীয় এ বছর এপ্রিল মাসে শুরু হয় এ প্রকল্পএর জন্য সোশ্যাল মিডিয়ায় দেয়া বিজ্ঞাপন থেকে ৬০ জনকে বেছে নেয়া হয়


সূত্রঃ নয়াদিগন্ত, ৯ আগস্ট ২০১৪, শনিবার, ৪:৫৬

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।