সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: Windows 10 Download Links

Windows 10 Download Links

Windows 10 Technical Preview
Windows 10 Technical Preview 

জল্পনা-কল্পনা চলছিল অনেক দিন ধরেইউইন্ডোজ অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ আসছে ঠিকই কিন্তু এর নাম নিয়েই কেবল যা একটু সংশয় ছিলবিশেষজ্ঞদের মতে, মাইক্রোসফটের আনকোরা নতুন এ অপারেটিং সিস্টেমের নাম হতে পারে উইন্ডোজ ৯, যা প্রতিষ্ঠানটির ভেতরে থ্রেশোল্ডসাংকেতিক নামেই পরিচিত ছিলঅনেকে আবার বলাবলি করছিলেন, হয়তো নামের শেষে কোনো সংখ্যাই থাকবে না, শুধু উইন্ডোজ নামেই আসছে নতুন এই অপারেটিং সিস্টেমমাইক্রোসফট গত ৩০ সেপ্টেম্বর সান ফ্রান্সিসকোর এক অনুষ্ঠানে শেষ পর্যন্ত একটা চমকই উপহার দিলউইন্ডোজ ৯ নামটি রিসাইকেল বিনে ফেলে দিয়ে সরাসরি উইন্ডোজ ১০ ঘোষণা দিয়ে বসলআর ঠিক এক দিন পরই ডেভেলপার, প্রফেশনাল এবং এন্টারপ্রাইজসহ আগ্রহী ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলক (বেটা) সংস্করণ উইন্ডোজ ১০-এর কারিগরি প্রাক্‌-সংস্করণ সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে মাইক্রোসফট



নতুন এই অপারেটিং সিস্টেমটি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছেনতুন সুবিধাগুলো পরীক্ষামূলকভাবে যাচাই করে দেখতেই কেবল এটি নামিয়ে ইনস্টল করা যেতে পারেইমেজ ফাইল (আইএসও) আকারে এর প্রাক্‌-সংস্করণ নামানো যাচ্ছেভার্চুয়াল মেশিন বা সম্পূর্ণ নতুন ইনস্টল অথবা বর্তমানে চালু থাকা উইন্ডোজ ৮.১ থেকে হালনাগাদের মাধ্যমে উইন্ডোজ ১০ ইনস্টল করা যাবেকিন্তু এখনই সেটি গুরুত্বপূর্ণ, পেশাগত বা ব্যবসায়িক কাজে সরাসরি ব্যবহার করা ঠিক হবে নাযেহতেু এটা পরীক্ষামূলক সংস্করণ, তাই এতে বিভিন্ন সফটওয়্যার ত্রুটি থাকতে পারেপ্রযুক্তি বিষয়ে আগ্রহী ব্যবহারকারীরা চাইলে এখনই এটি নামিয়ে এর স্বাদ নিতে পারবেন। 
উইন্ডোজপ্রেমীরা উইন্ডোজ ৮ সংস্করণের যেসব বিষয় নিয়ে হতাশ ছিল, তার সবই এখন উইন্ডোজ ১০ সংস্করণে চলে আসছেসবচেয়ে বড় অভিযোগ ছিল, স্টার্ট মেনু না থাকা এবং ডেস্কটপের কি-বোর্ড মাউস দিয়ে সহজে ব্যবহারোপযোগী না থাকাআর এখন মাইক্রোসফট যে পরিকল্পনা হাতে নিয়েছে, তাতে অদূর ভবিষ্যতে হয়তো ল্যাপটপ, ডেস্কটপ, স্মার্টফোন বা ট্যাবলেট সব ধরনের যন্ত্রে উইন্ডোজের একটি মাত্র প্ল্যাটফরম এবং অ্যাপ স্টোর থাকবেধারণা করা হচ্ছে, নতুন এই অপারেটিং সিস্টেমটি উইন্ডোজ সাতের মতোই সফল হবে আর হ্যাঁ এই Technical Preview এর মেয়াদ আগামী April 15, 2015 পর্যন্ত।

Windows 10 Technical Preview Direct Download Links:
সূত্রঃ প্রথম আলো, ০২:৩১, অক্টোবর ০৪, ২০১৪

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।