জল্পনা-কল্পনা
চলছিল অনেক দিন ধরেই। উইন্ডোজ
অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ আসছে ঠিকই কিন্তু এর নাম নিয়েই কেবল যা একটু
সংশয় ছিল। বিশেষজ্ঞদের মতে, মাইক্রোসফটের আনকোরা নতুন এ অপারেটিং
সিস্টেমের নাম হতে পারে উইন্ডোজ ৯, যা প্রতিষ্ঠানটির ভেতরে ‘থ্রেশোল্ড’ সাংকেতিক নামেই পরিচিত ছিল। অনেকে আবার বলাবলি করছিলেন, হয়তো নামের শেষে কোনো সংখ্যাই থাকবে না, শুধু উইন্ডোজ নামেই আসছে নতুন এই
অপারেটিং সিস্টেম। মাইক্রোসফট
গত ৩০ সেপ্টেম্বর সান ফ্রান্সিসকোর এক অনুষ্ঠানে শেষ পর্যন্ত একটা চমকই উপহার দিল। উইন্ডোজ ৯ নামটি রিসাইকেল বিনে ফেলে
দিয়ে সরাসরি উইন্ডোজ ১০ ঘোষণা দিয়ে বসল। আর ঠিক এক দিন পরই ডেভেলপার, প্রফেশনাল এবং এন্টারপ্রাইজসহ আগ্রহী
ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলক (বেটা) সংস্করণ উইন্ডোজ ১০-এর কারিগরি প্রাক্-সংস্করণ
সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে মাইক্রোসফট।
Windows 10 Technical Preview Direct Download Links:
English (United Kingdom) (64-bit) | English (United Kingdom) (32-bit)
Product Key: NKJFK-GPHP7-G8C3J-P6JXR-HQRJR
Product Key: NKJFK-GPHP7-G8C3J-P6JXR-HQRJR
Product Key: PBHCJ-Q2NYD-2PX34-T2TD6-233PK
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।