বিয়ের অনুমতি পেলেন
যুক্তরাষ্ট্রে সাত খুনের সঙ্গে জড়িত থাকার দায়ে আজীবন সাজাপ্রাপ্ত আসামী চার্লস ম্যানসন। তাকে কারাগারের ভিতরে বিয়ে করার অনুমতি দেয়া হয়েছে। সোমবার ক্যালিফোর্নিয়া রাজ্যের কারেকশন্স অ্যান্ড রিহ্যাবিলিটেশন
দফতরের মুখপাত্র টেরি থর্নটন গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। খবর রয়টার্সের।
ক্যালিফোর্নিয়ার রাজ্য
কারাগারে আজীবন কারাবাসের দণ্ড ভোগ করছেন ৮০ বছর বয়সী ম্যানসন। ষাটের দশকের শেষ দিকে তিনি বাড়ি থেকে পালিয়ে যান। তারপর ম্যানসন পলাতক ও পরিত্যক্তদের জড়ো করে একটি দল গড়ে তোলেন। দলের নারী অনুসারীদের দিয়ে সাতটি হত্যাকাণ্ড ঘটান। নিহতদের মধ্যে প্রখ্যাত অভিনেত্রী শ্যারন টেইটও ছিলেন। বর্ণগত দাঙ্গা বাঁধানোর উদ্দেশ্যে পরিকল্পনা করে এসব হত্যাকাণ্ড
ঘটানো হয় বলে ১৯৬৯ সালে বিচারের সময় প্রকাশ পায়। গ্যারি হিনম্যান নামের এক ব্যক্তিকে হত্যার দায়েও অভিযুক্ত হন তিনি। ম্যানসনকে বিয়ে করার
অনুমতি পেয়েছেন যে নারী তার পরিচয় প্রকাশ করা হয়নি। ওই নারী গণমাধ্যমকে বলেছেন, সব জেনেশুনে সজ্ঞানে ম্যানসনকে ভালোবেসেছেন এবং নিজের ইচ্ছাতেই বিয়ে করতে যাচ্ছেন
তিনি।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।