সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: উচ্চ রক্তচাপ যখন দৃষ্টিশক্তি নষ্টের কারণ

উচ্চ রক্তচাপ যখন দৃষ্টিশক্তি নষ্টের কারণ



উচ্চ রক্তচাপ থেকে দৃষ্টিশক্তি নষ্টএ-ও কি হয়? হ্যাঁ, এটা বিরল বা অস্বাভাবিক কোনো ব্যাপার নয়উচ্চ রক্তচাপের কারণে যেমন পক্ষাঘাত বা হৃদ্রোগ হতে পারে, কিডনি বিকল হতে পারে, তেমনি নষ্ট হয়ে যেতে পারে দৃষ্টিশক্তিএকে বলা হয় হাইপারটেনসিভ রেটিনোপ্যাথিসারা বিশ্বে মানুষের দৃষ্টিশক্তি নষ্ট হওয়ার বা অন্ধত্বের একটি বড় কারণ হলো অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ

কীভাবেবুঝবেন?
উচ্চ রক্তচাপের কারণে আপনার চোখের ক্ষতি হচ্ছেএটা আপনি খুব সহজে বুঝতেই পারবেন নাকেননা এ প্রক্রিয়া অত্যন্ত ধীর ও প্রায় নীরবে ঘটতে থাকবেকেবল নিয়মমাফিক চোখ পরীক্ষা করতে গিয়ে পরিবর্তনগুলো ধরা পড়তে পারেঅনিয়ন্ত্রিত রক্তচাপের কারণে আপনার চোখের পেছনের ক্ষুদ্র রক্তনািলগুলোতে পরিবর্তন হতে থাকেযেমন: প্রথমে রক্তনািলগুলো সরু ও চিকন হয়ে যায়, চোখের পেছনে রেটিনায় তরল বের হয়ে আসে, রক্তক্ষরণ হতে পারে, অপটিক¯স্নায়ু ক্ষতিগ্রস্ত হয় এবং অবশেষে দৃষ্টিশক্তি রহিত হয়একমাত্র নিয়মিত চোখের পরীক্ষা-িনরীক্ষার মাধ্যমে এই পরিবর্তনগুলো ধরা পড়েপ্রায় অনেক দূর পর্যন্ত রোগী কোনো সমস্যাই অনুভব করেন না, তবে সামান্য দৃষ্টি সমস্যা বা মাঝেমধ্যেমাথাব্যথাহতেপারে

সাবধানহোন
রেটিনা বা অপটিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে চিকিসার তেমন সুযোগ থাকে নাতাই এর মূল চিকিসাই হলো প্রতিরোধরক্তচাপ নিয়ন্ত্রণে রাখাটাই চিকিসাঅনেকেই বলেন, রক্তচাপ একটু বেশি থাকলেও তাঁদের কোনো সমস্যা হয় নাতাই তাঁরা নিয়মিত ওষুধ খান নাঅনেকের ধারণা, বয়স বাড়লে রক্তচাপ একটু বাড়তেই পারেএতে ওষুধের দরকার নেইকিন্তু উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতককেবল চোখ নয়, এটি ক্রমে আপনার কিডনি, হৃদ্যন্ত্র, মস্তিষ্ক ও দেহের সব অঙ্গকেই ক্ষতিগ্রস্ত করতে পারেতাই মধ্যবয়স পেরিয়ে গেলে নিয়মিত রক্তচাপ মাপা এবং বেশি থাকলে তা নিয়ন্ত্রণের জন্য নিয়মিত ওষুধ সেবন করা জরুরিউচ্চ রক্তচাপের রোগীরা লবণ এড়িয়ে চলুনচর্বি-তেলযুক্ত খাবার এড়িয়ে সবজি-ফলমূল ও আঁশযুক্ত খাবার বেশি খানউচ্চ রক্তচাপের সঙ্গে ডায়াবেটিস ও রক্তে চর্বির আধিক্য থাকলে তাঁদের ঝুঁকি আরও বেশিতাই ওগুলোও নিয়মিত পরীক্ষা করানবছরে একবার কি দুবার চোখ পরীক্ষা করানকেবল চশমার পাওয়ার নয়, চোখের সার্বিক পরীক্ষা জরুরি

 ডা. পূরবী দেবনাথ
চক্ষু বিভাগ
বারডেম হাসপাতাল।

সূত্রঃ প্রথম আলো০০:৪৫, ফেব্রুয়ারি ১২, ২০১৫

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।