সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: সবুজ মটরশুঁটির চমক

সবুজ মটরশুঁটির চমক




বসন্তের শুরুতে বা শীতের শেষে বাজারে আসে সবুজ মটরশুঁটিসবজি, মাছ এমনকি খিচুড়ি বা পোলাওয়ের সঙ্গে খানিকটা মটরশুঁটি কেবল খাবারকে সুস্বাদু আর দৃষ্টিনন্দনই করে না, এর আছে নানা উপকারিতাও। প্রাচীন মিশরীয়রা পিরামিডে মমির সঙ্গে প্রয়োজনীয় নানা উপাদানের সঙ্গে খানিকটা মটরশুঁটিও দিততা এর চমকপ্রদ গুণের কারণেইসবজি হলেও মটরশুঁটি আমিষের জোগান দিতে সক্ষমযাঁরা মাছ বা মাংস থেকে আমিষ বেশি পেতে চান না, তাঁরা এটি খেতে পারেনএটি একটি উৎকৃষ্ট উদ্ভিজ্জ আমিষ। 

এ ছাড়া এতে আছে নানা ধরনের ভিটামিনের সমাহারযেমন: ভিটামিন এ, বি ওয়ান, বি সিক্স এবং ভিটামিন সি সবচেয়ে বড় কথা, মটরশুঁটিতে রয়েছে প্রচুর ভিটামিন কেএটি রক্ত তরল রাখতে সাহায্য করেহাড়ের ক্ষয় রোধ করেমটরশুঁটিতে আঁশের পরিমাণ অনেক, তাই হজমে সহায়ককোষ্ঠকাঠিন্য দূর করেআবার এতে কোলেস্টেরল বা চর্বি নেই বললেই চলেসাম্প্রতিক গবেষণা বলছে, মটরশুঁটিতে যে চর্বি আছে, তা ভালো চর্বি বা ওমেগা থ্রি ফ্যাটআলফা লিনোলিনিক অ্যাসিড নামের এ চর্বি হৃদ্যন্ত্রের জন্য ভালোএক কাপ মটরশুঁটিতে প্রায় ১৩০ গ্রাম আলফা লিনোলিনিক অ্যাসিড পাওয়া যাবেতাই এ সময়ে নিয়মিত খাবারে, সালাদে ও নাশতায় রাখুন এই বিশেষ সবজি

সূত্রঃ প্রথম আলো

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।