সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: ত্বকের জন্য তরমুজ

ত্বকের জন্য তরমুজ


গরম পড়তে শুরু করেছেসেই সঙ্গে বাজারে এসেছে সুস্বাদু সব তরমুজবেশির ভাগ লোকের ধারণা, তরমুজে কেবল পানি আর মিষ্টি ছাড়া কিছু নেইকিন্তু আসলে এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ উপাদানও আছেপুষ্টিমানেও সমৃদ্ধ এটিত্বকের জন্য তরমুজ বিশেষ উপকারীএই ফল আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ায়এটির রসও ত্বকের সুরক্ষায় কার্যকর

বিষয়টির বিজ্ঞানভিত্তিক কারণও আছেকেননা তরমুজে আছে প্রচুর ভিটামিন এআর এটি ত্বকের সুস্থতা রক্ষায় প্রয়োজনীয়এ ছাড়া এটি ভিটামিন সি-এরও উৎস, যা ত্বকের কোলাজেন কলার নমনীয়তা বজায় রাখেরোধ করে ত্বকের বুড়িয়ে যাওয়াএক কাপ তরমুজকুচিতে আপনি পেয়ে যাবেন সারা দিনের চাহিদার ২১ শতাংশ ভিটামিন সি এবং ১৭ শতাংশ ভিটামিন এসবচেয়ে বড় কথা, এই গরমে ত্বকের আর্দ্রতা রক্ষা করা খুবই দরকারআর তরমুজে ৯২ শতাংশই পানিগরমে তরমুজ খেলে তাই ত্বকের আর্দ্রতা নষ্ট হবে নাসব মিলিয়ে বলা যায়, ত্বকের সুস্থতার জন্য তরমুজ মোটামুটি অপরিহার্য
এমএনটি


সূত্রঃ প্রথম আলো, এপ্রিল ০১, ২০১৫


0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।