সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: মোবাইলের মেমোরি কার্ড ও পেনড্রাইভ Erase করে Speed বাড়ান

মোবাইলের মেমোরি কার্ড ও পেনড্রাইভ Erase করে Speed বাড়ান

 প্রিয়, ভিজিটর কেমন আছেন ? আশা করি  ভাল আছেন। আসলে আজকের পোষ্ট টি হল তাদের জন্য যাদের পেনড্রাইভ এবং মোবাইলে মেমোরি স্লো হয়ে গেছে তাদের জন্য,অনেক ক্ষেত্রে দেখা যায় মেমোরি কার্ড অতবা পেনড্রাইভ ফরমেট খুঁজে তবে ফরমেট করতে চাইলে ফরমেট হয়না,এই ধরনের মেমোরি কার্ড ও এই পোষ্ট এর শেয়ার করা সফ্টওয়ার দিয়ে ৯০% ঠিক করে নিতে পারেন,এই সফ্টওয়ারে দুটি অপসন রয়েছে একটি হল QUICK ফরমেট অপসন  অন্য টি হল Erase ফরমেট চলুন প্রথমে সফ্টওয়ার টি
ডাউনলোড করুন,তার পর ইনষ্টল করুন,ইনষ্টল করার পর সফ্ট টি ডাবল ক্লিক কর RUN করুন,RUN হলে নিচের মত দেখাবে,আপনি নিচের ছবি গুলো লক্ষ্য করে এগিয়ে যান
এবার উপরের ছবির মত option এ ক্লিক করুন নিচের  মত দেখাবে
এবার উপরের ছবির মত FULL Erase এ ক্লিক OK করুন নিচের  মত দেখাবে
এবার উপরের ছবির মত দুটি অপসন সিলেক্ট  করে OK করুন নিচের  মত দেখাবে
এবার উপরের ছবির মত  OK করুন প্রসেসিং শুরু হবে কিছুক্ষণ অপেক্ষা করে OK করুন
কাজ শেষে একবার স্বাভাবিক ফরমেট করে নিন।
প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে মন্তব্য প্রদান করুন। যা আমাকে ব্লগিং চালিয়ে যেতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে।

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।